কেন্দ্রীয় অর্থ খরচে প্রশংসাবার্তা নবান্ন কে
খায়রুল আনাম ,
গত একুশে বিধানসভা নির্বাচনে বিজেপির অন্যান্য ইস্যুগুলির মধ্যে ছিল ‘কেন্দ্রীয় অনুদান নিয়ে রাজ্যের নয়ছয় ‘ ইস্যুটি।বিজেপি ও তৃণমূলের সাপেনেউলে রাজনৈতিক সম্পর্ক যতই থাকুক তার মাঝেই এলো কেন্দ্রের প্রশংসাবার্তা।মোদী সরকারের পাঠানো টাকা নয়ছয় হয়নি,নবান্নের আর্থিক হিসাবের প্রশংসা করলো কেন্দ্র।প্রশংসাবার্তা এলো দিল্লি থেকে।কেন্দ্র সরকারের অডিট এন্ড একাউন্টেন্ট জেনারেল অফিস থেকে প্রেরিত চিঠিতে কেন্দ্রীয় আর্থিক আয় ব্যায়ের প্রশংসা করা হয়েছে। গতবছর আর্থিকবর্ষের এই আয়ব্যায়ের হিসাব নিয়ে প্রশংসাবার্তা টি পাঠিয়েছেন দেশের ডেপুটি একাউন্ট জেনারেল। কোন খাতে কি কি খরচ হয়েছে, তার বিস্তারিত হিসেব উল্লেখ রয়েছে। সব কাজের খরচ যেভাবে রাজ্য বহন করেছে তার প্রশংসা করা হয়েছে। কোভিড পরিস্থিতিতে শত অসুবিধার মধ্যেও রাজ্য সরকারের সার্বিক হিসাব দেখাতে পেরেছে।অর্থের সার্বিক বর্ণনা আছে।রাজ্য বিজেপি নেতৃত্ব সর্বদা যে কেন্দ্রীয় আর্থিক অনুদানের টাকা নিয়ে নয়ছয় করার অভিযোগ তোলে,সেখানে কেন্দ্র সরকারের অডিট এন্ড একাউন্টেন্ট জেনারেল অফিস থেকে নবান্ন কে প্রশংসাবার্তা টি এই রাজ্যের শাসক দল হিসাবে তৃণমূল কংগ্রেস কে অনেকখানি উজ্জীবিত করলো তা নিসন্দেহে বলা যায়।