কেন্দ্রীয় সরকারের জনবিরোধী নীতি সহ সাংসদদের বহিস্কারের প্রতিবাদে ধিক্কার মিছিল বামফ্রন্টের
সেখ রিয়াজুদ্দিন,বীরভূম:- আর এস এস পরিচালিত কেন্দ্রীয় সরকাররের সমস্ত রকম জনবিরোধী নীতি সহ বর্তমানে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে একটি শীতকালীন অধিবেশনে ১৪৬ জন সাংসদকে বহিস্কার করেছে।অগণতান্ত্রিক ভাবে বহিস্কারের প্রতিবাদে সারা দেশব্যাপী প্রতিবাদ ধিক্কার মিছিল সংগঠিত হচ্ছে।সেই কর্মসূচির অংশ হিসেবে শনিবার সিপিআইএম ময়ূরেশ্বর এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে স্থানীয় মল্লারপুর বাজার এলাকায় এক ধিক্কার মিছিল বের হয়।সিপিআইএম নেতৃত্বের বক্তব্য যে,প্রতিবাদ কর্মসূচি ও ধিক্কার মিছিল থেকে একটাই দাবি অবিলম্বে স্বৈরাচারী ও অগণতান্ত্রিক পদ্ধতি বন্ধ করতে হবে। এই দাবিকে সামনে রেখে গতকাল পার্টির পক্ষ থেকে দেশব্যাপী ধিক্কার মিছিল সংগঠিত হয়েছে। সেই কর্মসূচি আজকে ময়ূরেশ্বর এক নম্বর এরিয়া কমিটির উদ্যোগে মল্লারপুর বাজার এলাকায় সংগঠিত করা হয়।