সেখ সামসুদ্দিন, ১৪ নভেম্বরঃ মেমারি ১ ব্লকের আমাদপুর কৃষি সমবায় সমিতির পক্ষ থেকে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেমারি বিধানসভা কেন্দ্রের বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। এই অনুষ্ঠান মঞ্চ থেকে সমবায়ের গুরুত্ব বোঝানোর সাথে সাথে সমবায়ের আগামী পদক্ষেপ বিষয়ে সাধারণ মানুষকে জানানো হয়। সমবায়ের চারটি শাখা চালু থাকার পর আরও কয়েকটি ব্রাঞ্চ চালু করা এবং ব্যাঙ্কিং সিস্টেম থাকার বিষয়েও বার্তা দেওয়া হয়। এদিন ১২ টি সমবায় অংশগ্রহণ করে। সমবায় কর্তৃপক্ষ আশা করেন পরিষেবার মাধ্যমে আগামীদিনে সাধারণ মানুষের কাছে খুশির বার্তা যাবে।

Leave a Reply