কৃষক বন্ধু প্রকল্পে গ্রামে গিয়ে ৬৪ জন আদিবাসীকে পরিষেবা প্রদান
সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- সমাজে আদিবাসীরা যাতে কোন দিক থেকে পিছিয়ে না থাকে এবং তারা যেন সব ধরনের সরকারি সুযোগ সুবিধা পায়, সেদিকে লক্ষ্য রেখে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বিভিন্ন স্থানে শিবির করে সাধারণ মানুষ সহ সংখ্যালঘু, তপশিলি ও আদিবাসীদের পরিষেবা প্রদানের ব্যবস্থা করা হয়েছে।
সাধারণত সংকোচ এবং অন্যান্য কারণবশত আদিবাসীরা বিভিন্ন সময় সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়ে পড়ে। সেই কথা ভেবেই রাজনগর ব্লক কৃষি দপ্তরের তরফে স্থানীয় ব্লকের আদিবাসী অধ্যুষিত ঢাকা গ্রামে গিয়ে তাদের হাতে সরাসরি সরকারি পরিষেবা প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।উল্লেখ্য দিন কয়েক আগেই উক্ত গ্রামে শিবির করে তাদের কাছ থেকে আবেদনপত্র জমা নেওয়া হয়েছিল।রবিবার সেই ৬৪ জন আদিবাসীকে কৃষক বন্ধু প্রকল্পের পরিষেবা প্রদান করা হয় এক অনুষ্ঠানের মাধ্যমে। উপভোক্তাদের হাতে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা বার্তা সহ পরিষেবা প্রদানপত্র তুলে দেন অতিথিবৃন্দ।এদিন পরিষেবা প্রদান অনুষ্ঠানে উপস্থিত অতিরিক্ত জেলা শাসক (উন্নয়ন) বিশ্বজিৎ মোদক, ডেপুটি ডিরেক্টর অফ এগ্রিকালচার শিবনাথ ঘোষ, রাজনগর ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক শুভাশিস চক্রবর্তী, রাজনগর ব্লক সহ কৃষি অধিকর্তা অভিজিৎ মন্ডল প্রমুখ।