কাশ্মীরী নেতা গিলানির স্মরণে রাস্ট্রীয় শোক পাকিস্তানে
সোমনাথ ভট্টাচার্য ,
কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী প্রবীণ নেতা সৈয়দ আলি শাহ গিলানির স্মরণে রাস্ট্রীয় শোক প্রকাশ পাকিস্তানের।শুধু তাই নয় পাক বিদেশ মন্ত্রীর পোস্টে পাওয়া গেল ভারত বিরোধী মন্তব্য। গত বুধবার সন্ধ্যায় নিজ বাসভবনে এই নেতা বয়সজনিত কারণে মারা যান।এই পাকিস্তানপ্রন্থী নেতা বরাবরই জম্মু ও কাশ্মীর কে ভারত থেকে বিচ্ছিন্ন হয়ে পাকিস্তানের সাথে মিশে যাওয়ার পক্ষে ছিলেন। ‘তেহরিক ই হুরিয়ত’ নামে এক সংগঠনের প্রতিষ্ঠাতা ছিলেন গিলানি।এই নেতার প্রয়াণে পাকিস্তানের সমস্ত জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে বলে জানিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি শোক প্রকাশ করে জানিয়েছেন – ‘ গিলানি অত্যাচার ও নির্যাতন সহ্য করেও মতাদর্শে অবিচল ছিলেন ‘৷ অপরদিকে পাক বিদেশ মন্ত্রী শাহ মেহমুদ কুরেশি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন যে, ‘ কাশ্মীরীদের স্বাধীনতা আন্দোলনে শিখার ধারক সৈয়দ আলি শাহ গিলানির মৃত্যুতে আমরা শোকাহত। ভারতীয় দখলদারির অধীনে গৃহবন্দী থাকাকালে জীবনের শেষ দিন পর্যন্ত কাশ্মীরীদের স্বাধীনতা নিয়ে লড়াই চালিয়ে গেছেন ‘৷ এহেন ভারত বিরোধী পোস্ট ঘিরে রাজনৈতিক চাঞ্চল্য বেড়েছে।