জাহির আব্বাস ,
আফগানিস্তানের কাবুলে এবার আইসিস আতঙ্ক, বিমানবন্দরে বড় হামলার আশংকা। এই আশংকা শুধু আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রক করছেনা, করছে তালিবানরাও! আমেরিকার প্রতিরক্ষা মন্ত্রকের এক অফিসার জানিয়েছেন – ‘ কাবুল বিমানবন্দরে বড়সড় হামলা চালাতে পারে ইসলামিক স্টেট খোসারন (আইসিস) জঙ্গি গ্রুপ।’ তালিবানদের কাবুল দখল এর পর বাগরাম ও পুল এ চাখড়ি জেল থেকে ৫ হাজারের বেশি বন্দিকে ছেড়ে দেয় তালিবানরা।এইসব বন্দির মধ্যে আল-কায়েদা, তালিবান, আইসিস সহ সাধারণ বন্দিরাও ছিল বলে জানিয়েছেন আফগানিস্তানের সন্ত্রাস দমন শাখার এক অফিসার। তালিবানদের সাথে মতাদর্শের দিকে বিরোধ রয়েছে আইসিসের।২০১৬ সালে কাবুলে হামলা চালিয়েছিল আইসিস।এক তালিবান মুখপাত্র জানিয়েছেন – ‘ সাধারণ মানুষ, সংবাদমাধ্যমের উপর হামলা চালিয়ে নিরাপত্তা বিঘ্নিত করার চেস্টা চলছে বলে আমরা কয়েকটি রিপোর্ট পেয়েছি ‘।