কলকাতা হাইকোর্টে জামিনের শর্তাবলিতে স্বস্তি পেলেন বিকাশ মিশ্র

মোল্লা জসিমউদ্দিন

মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে  আইনী স্বস্তি পেলেন কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিকাশ মিশ্র। বছর দুয়েক আগে কয়লা পাচারকাণ্ডে জামিন পেলেও একাধিক শর্ত বেঁধে দিয়েছিল আদালত। এবার সেই সব শর্ত শিথিল করল কলকাতা হাইকোর্ট। এদিন কলকাতা  হাইকোর্ট নির্দেশ দিয়েছে, -‘আর প্রতি সপ্তাহে সিবিআই অফিসে হাজিরা দিতে যেতে হবে না বিকাশ মিশ্রকে মাসে একবার গেলেই হবে’।কলকাতার বাইরে না-যাওয়া নিয়েও শর্ত কিছুটা শিথিল করল বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ।কয়লা পাচারকাণ্ডে অন্যতম অভিযুক্ত বিনয় মিশ্রের ভাই বিকাশ। তাঁরও নাম জড়ায় কয়লা পাচার ও গরু পাচার মামলায়। ২০২১ সালে তাঁকে গ্রেফতার করে থাকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা  সিবিআই। পরে জামিনে ছাড়া পান। সেইসময় তাঁর জামিন মঞ্জুর করে আদালত একাধিক শর্ত বেঁধে দেয়। জামিনের সময় আদালত শর্ত দেয়, -‘কলকাতার বাইরে যেতে পারবে না বিকাশ। পাশাপাশি প্রতি সপ্তাহে সিবিআই অফিসে হাজিরা দিতে হবে’।এই দুই নির্দেশকে চ্যালেঞ্জ করে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন বিকাশ। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিচারপতি শুভেন্দু সামন্তর ডিভিশন বেঞ্চ এদিন নির্দেশ দেয়, -‘কলকাতার বাইরে যেতে পারবেন তিনি। তবে কোনওভাবেই আদালতের কাজ ছাড়া পশ্চিম বর্ধমান যেতে পারবেন না তিনি। যেতে পারবেন না রাজ্যের বাইরেও। পাশাপাশি প্রতি সপ্তাহের বদলে মাসে একবার সিবিআই অফিসে হাজিরা দিতে হবে’। উল্লেখ্য,  দিন দুয়েক আগে বিকাশকে গ্রেফতার করে কালীঘাট থানার পুলিশ। তাঁর বিরুদ্ধে পারিবারিক এক নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। নিম্ন আদালতের নির্দেশে এখন পুলিশ হেফাজতে রয়েছেন বিকাশ মিশ্র।

Leave a Reply