কলকাতা ফ্যাশন ফেস্ট ২০২২ এ পথ চলা শুরু হল
নিজস্ব সংবাদদাতা –
বাইপাস সংলগ্ন একটি হোটেলে স্পাইসি গ্রোভস আয়োজন করে তাঁদের প্রথম শো কলকাতা ফ্যাশন ফেস্ট ২০২২ । সংস্থার পক্ষে ডিজাইনার সুরজিৎ ঘোষ জানালেন, আমরা শুধু একটা অনুষ্ঠান করেই দায়িত্ব পালন করি না। আমি নিজে একজন ফ্যাশন ডিজাইনার। আমাদের সঙ্গে আছে আন্তর্জাতিক মানের কিছু প্রসাধনী ও ডিজাইনিং সংস্থা। রয়েছেন জিৎ বসু, সুমন পাল, রীমা মুখার্জি’র মত বিশেষজ্ঞরা ও ল্যাকমে, আর্চ ইন্ডিয়ার মত সংস্থা। এবার প্রথম বছরের অনুষ্ঠানে প্রায় ২০ জন নতুন মডেলদের অভিজ্ঞতা সঞ্চয়ের সুযোগ করে দিয়েছি। ছেলে মেয়েদের দুটি বিভাগে এবার সেরা মডেল নির্বাচিত হলেন পর্মিন্দর সিং ও সুজাতা দাস। অনেক ফ্যাশন শো’তে আমরা মডেলদের এমন কিছু পোশাকে দেখি, যা দৈনন্দিন জীবনে ব্যবহারের উপযোগী নয়। সেক্ষেত্রে ফ্যাশন ক্যাট ওয়াকের মঞ্চেই সীমাবদ্ধ থাকে। জবাবে ফ্যাশন ডিজাইনার এবং স্পাইসি গ্রোভস সংস্থার প্রধান সুরজিৎ ঘোষ বলেন, কিছু ক্ষেত্রে সত্যিই এমন কিছু পোশাক থাকে যা স্বাভাবিক জীবনে ব্যবহার করা সম্ভব নয়। সেগুলিকে শিল্পের নিরিখে দেখা হয়। আমরা লক্ষ্য রাখি, এমন পোশাক নিবেদন করতে, যা স্বাভাবিক জীবনযাত্রায় মানানসই। সেখানে এমব্রয়ডারি বা বাড়তি কাপড় ব্যবহার হয় না। আমাদের পোশাক নির্মাণ পরিকল্পনায় এটাও লক্ষ্য রাখি, যা সব আর্থিক ক্ষমতাসম্পন্ন পরিবারের ছেলে মেয়ে, যাঁরা মডেল হওয়ার স্বপ্ন দেখে তাঁদের কাছে সহজলভ্য হয়। সাধ ও সাধ্যের সঙ্গে সাধনারও একটা যোগ সূত্র আছে। সুতরাং পরিমিত স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ ও শরীরচর্চার বিষয়ে সচেতন থাকাটা মডেল দুনিয়ায় পা রাখা নতুনদের মনে রাখতে হবে। অনুষ্ঠানটি শৈল্পিক মোড়কে উপস্থাপনা করেন মডেল ও অভিনেত্রী পারমিতা ব্যানার্জি।