কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্রের তৃতীয় বর্ষ সমাবর্তন

সেখ সামসুদ্দিন, ২৯ ডিসেম্বরঃ কম্পিউটার প্রশিক্ষণ কেন্দ্র এসটিসি কম্পিউটার্সের তৃতীয় বর্ষের সমাবর্তন অনুষ্ঠান আয়োজিত হয় মেমারি নতুন বাসস্ট্যান্ডে। কম্পিউটার ও বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট কোর্সের সফল পরীক্ষার্থীদের শংসাপত্র, স্মারক, ব্যাগ ইত্যাদি দিয়ে সম্বর্ধনা দেওয়া হয়। এই অনুষ্ঠানে দুই শতাধিক দুঃস্থ মানুষদের হাতে শীতবস্ত্র কম্বল প্রদান করা হয়। উপস্থিত ছিলেন মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, পূর্ব বর্ধমান জেলা সভাপতি সন্দীপ বসু, মেমারি শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি স্বপন ঘোষাল, অ্যাডামাস ইউনিভার্সিটির রেজিস্ট্রারার ডঃ সৌভিক রায়চৌধুরী, মেমারি পৌরসভার ভাইস চেয়ারম্যান সুপ্রিয় সামন্ত, শহর তৃণমূল কংগ্রেসের সহসভাপতি আশিষ ঘোষদস্তিদার, সংস্থার অধ্যক্ষ দেবাশিষ কোলে সহ সদস্যবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply