Spread the love

কত ঝরবে রক্তের ফোঁটা

প্রদীপ কুমার মাইতি

কত ঝরবে রক্তের ফোঁটা।
রক্তস্রোতে ভেসে যাওয়া মাটির দিকে তাকিয়ে বোবা চোখ এক নদী জলে ডুবে থাকবে আরো কত দিন?
কতদিন থাকবে আরো স্বজন হারানো অভিশাপ,
বাতাসে ভাসবে শোকের দীর্ঘশ্বাস।
শহরে-গ্রামে,পথ-প্রান্তরে রক্তে ভেজা মাটির বুক থেকে ভেসে আসে কত শিহরিত কান্না,
জনতার স্রোত লাভ লোভের অঙ্ক কষে,
নীরব প্রতিবাদে ফিরে আসে।
কেন খুন হয় স্বপ্ন গুলো? কার স্বার্থে?
জানি তাঁরা মখমলের সজ্জায় শুয়ে
স্বার্থের উদরে রাজ ভোগের ঢেকুর তোলে,
ওরা পিশাচ, ওরা জল্লাদ,
ওদের অস্ত্রে উল্লাস করে ওদেরই ভাড়াটে উন্মাদ।
ঝড় আসছে ঝড় আসবেই উড়ছে ধুলোবালি,
লক্ষ জনতা নেমেছে পথে আগুন হয়েছে লাল,
পুড়ে ছাই হবে স্বার্থের সৌধশিখর,
মখমলের সজ্জায় প্রহরী হবে ঘৃনার আগুন,
রাজ ভোগের ঢেকুরে উদগিরিত হবে চাপ-চাপ রক্ত,
পুড়ে ছাই হবে পিশাচের বোনা জাল।
মাটির বুকে জন্ম নেবে নতুন সভ্যতা,
রক্ত নয় জীবন চাই জাগবে মানবতা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *