খায়রুল আনাম,
বহু প্রতীক্ষিত বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের ছয় সদস্যের কোর কমিটির বৈঠক শনিবার ১৬ নভেম্বর অনুষ্ঠিত হলো দলের বোলপুর কার্যালয়ে। কিন্তু এই বৈঠকের নির্যাস কী? কোনও বিতর্ক মত-পার্থক্য ছাড়াই কোর কমিটির ছয় সদস্য ড. আশিস বন্দ্যোপাধ্যায়, চন্দ্রনাথ সিংহ, বিকাশ রায়চৌধুরী, অভিজিৎ সিংহ, ফায়েজুল হক (শেখ কাজল) সুদীপ্ত ঘোষ সকলেই ছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি হিসেবে ছিলেন তন্ময় দত্ত। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে কোর কমিটিতে অন্তর্ভুক্ত করা হয় দলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে। কোর কমিটির পরবর্তী বৈঠক ১৫ ডিসেম্বর হবে রামপুরহাটে। এদিন সকলেই জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের উপরেই আস্থা রেখেছেন। এখন সেই আস্থা অটুট থাকাটাই বড় কথা। এদিন কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপ-প্রধান শেখ মামনকে দলের ‘এক ব্যক্তি এক পদ’ নীতিতে দলের অঞ্চল সভাপতির পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। আসন্ন বিধানসভা ভোটের প্রস্তুতিতে এই কোর কমিটি কী ভাবে কাজ করবে, সেটাই দেখার বিষয় হয়ে থাকবে।