এসিড হামলায় দশ বছরের জেল কাটোয়ায়
মোল্লা জসিমউদ্দিন,
বুধবার পূর্ব বর্ধমান জেলার কাটোয়া মহকুমা আদালতে অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুকুমার সূত্রধরের এজলাসে এসিড হামলা সংক্রান্ত মামলার রায়দান ঘটে। ভারতীয় দন্ড বিধির ৩২৬এ ধারায় ১০ বছর জেল ও ১০,০০০/- জরিমানা অনাদায়ে ১বছর অতিরিক্ত জেল এবং ৪৫৮ ধারায় ৭ বছর জেল ও ৫,০০০/- টাকা জরিমানা অনাদায়ে অতিরিক্ত ৬ মাসের জেল – এর সাজা ঘোষণা করেন বিচারক। এর পাশাপাশি রাজ্য সরকার কে নির্যাতিত কে ১ লক্ষ- টাকার ক্ষতিপূরণের নির্দেশ দেওয়া হয়। এই মামলায় নির্যাতিতের পক্ষে সরকারি আইনজীবী ছিলেন দেবাশীষ মন্ডল। তিনি এদিন জানান -” আমরা আদালতে রায়ে খুশি, সুবিচার পেল এই পরিবার “। আদালত সুত্রে জানা গেছে, ২০২০ সালে ২ জুন রাতে কেতুগ্রামের কান্দরা এলাকায় এক পুরাতন বিবাদের জেরে আসামি সিতারাম মাঝী ওরফে মুরু মাঝী এক দম্পতির উপর জানালা দিয়ে এসিড হামলা করে।ওইদিনই কেতুগ্রাম ব্লক হাসপাতাল থেকে কাটোয়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য আনা হয়েছিল। টানা ৭ দিন চিকিৎসাধীন ছিল আক্রান্ত ব্যক্তি। এই মামলায় ১১ জন সাক্ষ্যদান করে।৩২৬ এ এবং ৪৫৮ নং ধারায় দোষী সাব্যস্ত করে কাটোয়া মহকুমা আদালত।বুধবার আসামি কে দশ বছর জেল সহ ১০ হাজার টাকার আর্থিক জরিমানা অনাদায়ে অতিরিক্ত এক বছরের জেল।এর পাশাপাশি আক্রান্ত কে এক লক্ষ টাকার আর্থিক সহযোগিতার নির্দেশ দেন অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক সুকুমার সুত্রধর।