SS NEWS1প্রদান করবে বঙ্গ দিশারী দীপ-শক্তি সম্মান
দীপাবলি মানেই আলোর উৎসব। অন্যদিকে দীপাবলিতেই পালিত হয় কালি পূজা তৎসহ শক্তির আরাধনা। পশ্চিমবঙ্গে এই সমারোহ চলে আসছে বহুদিন ধরে। কোভিড বিধি মেনে দুর্গোৎসব শেষ হওয়ার সাথে সাথে কালি পূজোতেও বলব্ৎ রয়েছে সমান বিধিনিষেধ। তবুও আলোর রোশনাই এবং নিয়ন্ত্রিত শব্দবাজিকে সামনে রেখে পুজো কমিটি গুলি দীপাবলি উৎসব পালনে ব্রতী হয়েছে।
এ বছর ডিজিটাল নিউজ চ্যানেল SS NEWS1 বরানগর, কামারহাটি, উত্তর দমদমের বেশ কিছু পুজো কমিটির মন্ডপ পরিদর্শনের পরিকল্পনা নিয়েছে। বিচারকমন্ডলীর উপস্থিতিতে পুজো কমিটির হাতে প্রদান করবেন ‘বঙ্গ দিশারী দীপ-শক্তি সম্মান’।
দুর্গাপূজাতে সফল ভাবে SS NEWS1 প্রদান করেছিল শারদ সম্মান। আয়োজনের বহরে বড়-মাঝারি কমিটিগুলি তাঁদের সাধ্যমত চেষ্টা করেছিলেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিবৃন্দকে স্বাগত জানাতে। সেই কৃতজ্ঞতা স্বরূপ দীপ-শক্তি সম্মান প্রদান আয়োজনের মধ্যে দিয়ে SS NEWS1 নতুন ভাবে মেলে ধরতে চাইছে নিজেদের।
এ বছর কালি পুজো পরিক্রমায় অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শ্রী পঞ্চায়তী আখড়া মহানির্বাণী পরমহংস মঠ ও মিশনের মহারাজ শ্রীমৎ স্বামী পরমাত্মানন্দজী, প্রখ্যাত টেলি অভিনেতা অমিত কুমার, অভিনেত্রী সুস্মিতা, ইন্টারন্যাশনাল হিউম্যান রাইটস কাউন্সিলের ন্যাশনাল প্রেসিডেন্ট বিমল ঘোষ, ন্যাশনাল চেয়ারম্যান দেবারতি গাঙ্গুলী ঘোষ, পুরস্কার প্রদান কমিটির মুখ্য আয়োজক সুবল সাহা, পিন্টু মাইতি প্রমুখেরা।