Spread the love

ইশরে-র “চেকমেট ২০২৪” দাবা প্রতিযোগিতা


নিজস্ব প্রতিনিধি
……………………………………….
গত ২০শে জুলাই ২০২৪, আন্তর্জাতিক দাবা দিবস উপলক্ষে ISHRAE Kolkata Chapter, সারা বাংলা দাবা সংস্থা এবং গড়িয়াহাট চেস্ ক্লাবের উদ্যোগে “চেকমেট ২০২৪” প্রতিযোগিতার আয়োজন করা হয় গড়িয়াহাট ফ্লাইওভারের নিচে, এক জনবহুল চত্বরে।
অনুষ্ঠানের উদ্বোধন করেন ইশরের প্রাক্তন সভাপতি শঙ্খ ভট্টাচার্য, সিনিয়র ন্যাশনাল আরবিটার প্রীতম কুমার ঘোষ এবং গড়িয়াহাট চেস্ ক্লাবের সম্পাদক অভিজিৎ সাহা। খেলার পরিচালনা ও বিচারকের দায়িত্ব পালন করেন প্রীতম ঘোষ ও গৌতম ভট্টাচার্য।
মোট পাঁচ রাউন্ড খেলা হয় এবং ৩০ জন দাবাড়ু প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। ক্ষুদে দাবাড়ু অদৃত মেদা ও স্পন্দন দেবনাথ দর্শকদের মন জয় করে। খেলা দেখতে বেশ ভালো জনসমাগম হয়েছিল।
Ishrae Kolkata Chapter-এর শঙ্খ ভট্টাচার্য, ইশরের বিভিন্ন কর্মকাণ্ডের ব্যাখ্যা করেন এবং বিজ্ঞান, প্রযুক্তি ও দাবার মেলবন্ধনের কথা বিশেষভাবে উল্লেখ করেন। উনি বিশ্বযুদ্ধে দাবাড়ুদের ব্যবহারের কথা স্মরণ করিয়ে দেন এবং পড়ুয়াদের মনোবিকাশে ও মেধাবৃদ্ধিতে দাবার উপকারিতার কথা বলেন। ইশরের উপ-সভাপতি শ্রী শ্যামল বর্মন জানান, এটি তাদের দ্বিতীয় বর্ষ এবং আগামী বর্ষেও তারা এই দিনটি পালন করতে চান।
অনুষ্ঠানের শেষে ১০ জন বিজয়ীদের পুরস্কৃত করা হয়। প্রায় তিরিশ জনের প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পুরস্কার পান যথাক্রমে শুভব্রত রায়, পরমার্থ মিত্র ও সোহম সাহা।
সমগ্র অনুষ্ঠানের পরিচালনা, পরিবেশনা ও সঞ্চালকের দায়িত্ব পালন করেন শঙ্খ ভট্টাচার্য এবং সহযোগিতায় ছিলেন গড়িয়াহাট চেস্ ক্লাবের কার্যবাহি সভাপতি শ্রী মোহন সিং, উপ সভাপতি উদয় সিংহ, সম্পাদক শ্রী অভিজিৎ সাহা ও অন্যান্য সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইশরের যুব দলের নেতা শ্রী পার্থ ঘোষ, শ্রী অমিত্রসূদন চৌধুরী ও অন্যান্য গুণীজন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *