আসামে দুর্নীতির যোগ কলকাতায়! তল্লাশি সিবিআইয়ের,
মুকুল বিশ্বাস ,
বুধবার কলকাতার বিভিন্ন এলাকায় ভাগ হয়ে চিরুনি তল্লাশি অভিযান চালালো সিবিআই। জানা গেছে আসামের গুয়াহাটি-দিসপুর জাতীয় সড়ক টেন্ডার দুর্নীতি মামলার তদন্ত করতে কলকাতায় আসে সিবিআই । এদিন সকাল সকাল শহরের এক ব্যবসায়ীর বাড়িতে পৌঁছে যায় সিবিআই। সেখানে চলে তল্লাশি।সিবিআইয়ের অভিযোগ, -‘ গুয়াহাটি-দিসপুর জাতীয় সড়কের টেন্ডার বেআইনিভাবে পাইয়ে দেওয়া হয়েছে। গোটা প্রজেক্টে কারচুপি রয়েছে’। এই মামলার তদন্ত করতে গিয়ে দুজনকে গ্রেফতার করেছে সিবিআই। বুধবার ফের তল্লাশি শুরু করেছে সিবিআই । এদিন সিবিআইয়ের আধিকারিকরা মোট চারটি দলে ভাগ হয়ে কলকাতায় তল্লাশি চালান। একটি দল রয়েছে শহরের ব্যবসায়ীর বাড়িতে। বাকি তিনটি দলও বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে, টেন্ডার দুর্নীতির সঙ্গে যুক্ত বাকিদের খোঁজ করছেন তাঁরা। আসামে দুর্নীতির যোগ কলকাতায়,যথেষ্ট চাঞ্চল্য রয়েছে তল্লাশি চালানো এলাকাগুলিতে।