আসানসোল আসনে ভোট প্রস্তুতি চালাচ্ছে পুলিশ প্রশাসনে
সম্প্রীতি মোল্লা,
আগামী ১২ এপ্রিল আসানসোল লোকসভা আসনে উপনির্বাচন রয়েছে, ১৬ এপ্রিল ভোট গণনা আছে । তার আগেই চরম প্রস্তুতি চলছে পশ্চিম বর্ধমান জেলা পুলিশ – প্রশাসনের তরফে। আসানসোল লোকসভা কেন্দ্রের উপনির্বাচনের প্রস্তুতি শুরু করে দিল জেলা প্রশাসন। গত রবিবার আসানসোলে জেলাশাসকের কার্যালয়ে সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন জেলাশাসক তথা রিটার্নিং অফিসার এস অরুণ প্রসাদ ও পুলিশ কমিশনার এন সুধীর নীলকান্তম।জেলাশাসক জানান, -” আগামী ১৭ মার্চ উপনির্বাচনের নোটিফিকেশন জারি করা হবে। গত বিধানসভা নির্বাচনের মতো কোভিড বিধি মেনেই নির্বাচন হবে। আসানসোল লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভার মোট ১৭ লক্ষ ৩৪ হাজার ৩৭৭ জন ভোটার ভোট দেবেন। মোট বুথের সংখ্যা ২১০২টি”।আসানসোল পুলিশ কমিশনার জানান, -“নির্বাচন কমিশনের নির্দেশ মেনে লোকসভা কেন্দ্রের অন্তর্গত থানাগুলিতে নাকা চেকিং শুরু হয়েছে। সীমান্তবর্তী এলাকায় কড়া নজরদারি চলবে”।