জাহিরুল হক (রাজা মাস্টার),
আজ মঙ্গলকোট ব্লকে অফিসে মঙ্গলকোট ব্লকের অন্তর্গত 136 টি দুর্গাপূজা কমিটিকে নিয়ে আসন্ন দুর্গাপূজা নিয়ে বিশেষ একটি আলোচনা সভা অনুষ্ঠিত হলো।এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন মঙ্গলকোট বিধানসভার বিধায়ক অপূর্ব চৌধুরী, মঙ্গলকোট থানার আইসি পিন্টু মুখার্জী,মঙ্গলকোট ব্লকের বিডিও জগদীশচন্দ্র বারুই,মঙ্গলকোট ব্লক স্বাস্থ্য আধিকারিক জুলফিকার আলি,পূর্ত কর্মাধ্যক্ষ মুন্সী রেজাউল হক,জন স্বাস্থ্য কর্মাধক্ষ মেহেবুব চৌধুরী,বিদ্যুৎ দফতরের আধিকারিক সহ মঙ্গলকোট ব্লকের 136 টি পূজা কমিটি।এই সভাতে আগামী দুর্গাপূজা যাতে সুষ্ট ও শান্তিপূর্ণ ভাবে হয় তার জন্য সমস্ত পূজো কমিটি গুলিকে অনুরোধ করা হলো।এই কোভিড পরিস্থিতিতে যাতে রাজ্য সরকারের কোভিড বিধি মেনে পূজো করা হয় সেই ব্যাপারে সচেতন করা হয়।মাননীয় বিধায়ক অপূর্ব চৌধুরী বলেন,রাজ্য সরকার গত বছরের মতো এই বছরও পূজো কমিটি গুলিকে সরকারি অনুদান হিসাবে পঞ্চাশ হাজার টাকা দেবে।এছাড়াও বিদ্যুৎ বিলে পঞ্চাশ শতাংশ ভুর্তুকি সরকারি ভাবে দেওয়া হবে সেই কথাও জানালেন এবং সকল পূজো কমিটিকে পূজোর আগাম শুভেচ্ছা জানালেন।মঙ্গলকোট থানার আই সি বলেন-পূজো কমিটি গুলি যাতে কোভিড বিধি মেনে চলেন,প্রত্যেক পূজো মণ্ডপে যাতে পর্যাপ্ত পরিমাণে মাস্ক,সেনিটাইজার থাকে সেই দিকটি লক্ষ্য রাখার কথা বলেন।মাননীয় স্বাস্থ্য আধিকারিক জুলফিকার বাবু বলেন-পূজো কমিটির প্রত্যেকে যাতে কোভিড ভ্যাকসিন নেয়,যারা এখনো ভ্যাকসিন নেয়নি তারা হাসপাতালে যোগাযোগ করে ভ্যাকসিন নিয়ে নেয় এবং প্রত্যেকে যেন কোভিড দূরত্ব মেনে চলেন।