আমারা মিউজিক থেকে পুজোর গান “আসুক শুভ দিন”-এর পোস্টার ও টিজার রিলিজ হলো,
রাজকুমার দাস
পুজোর গান এখন মানুষ নস্টালজিক ভাবে আগের মতন না শুনলে ও সামাজিক মাধ্যমে পুজোর গান মানুষ নতুন ভাবে গ্রহণ করছে।তাই “আমারা মিউজিক” এর নিবেদন এবছর পুজোয় অঙ্কিতা ভট্টাচাৰ্যর ও তীর্থর সেরা গান “আসুক শুভ দিন”, ইতিমধ্যে গানটির পোস্টার ও টিজার রিলিজ হয়েছে, এবং সমস্ত অডিও প্লাটফর্মে গানটি রিলিজ হয়েছে সম্প্রতি।
ভিডিওটি আগামী সপ্তাহে আমারা মিউজিক চ্যানেলে দেখতে পাবেন দর্শক শ্রোতারা।
গানটিতে অভিনয় করেছেন কিংবদন্তী বর্ষীয়ান শিল্পী সাবিত্রী চ্যাটার্জী ও স্বস্তিকা দত্ত।
এছাড়া নতুন দুজন প্রতিভাবান জুটি কে দেখা যাবে সন্দীপা কাহালী ও রাজদীপ গোস্বামী, দুজন নতুন হলেও এনারা অসাধারণ অভিনয় করেছেন এই অ্যালবামে, পুরোটাই সিনেমার মত। দর্শক অনেকদিন পর এত সুন্দর একটা নতুন জুটি কে এই অ্যালবাম এর মাধ্যমে দেখতে পাবেন। সন্দীপা কাহালী আরো নতুন কাজে যুক্ত হয়েছেন, সন্দীপা তাঁর অভিনয় দিয়ে দর্শকের মন জয় করতে চান।এখন শুধু আর কয়েকঘন্টা অপেক্ষা মাত্র।