সেখ মিলন (ভাতাড়, পূর্ব বর্ধমান)
ধর্ম যার যার উৎসব সবার। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো এই আদর্শকে সামনে রেখে সকল ধর্মের উৎসবে সামিল হতে দেখা যায় তৃণমূল নেতাকর্মীদের। এদিনও ভাতাড়ের নারায়ণপুর গ্রামের আদিবাসীদের বাঁদনা উৎসবে সামিল হলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক শান্তনু কোনার। আদিবাসী সম্প্রদায় মানুষের সঙ্গে মধ্যাহ্ন ভোজন সেরে নিবিড় সম্পর্ক গড়লেন তিনি। জানা গেছে, বাংলা পৌষ মাসের শেষে আদিবাসীদের শ্রেষ্ঠ উৎসব বাঁদনা উৎসবে মাতেন আদিবাসী সম্প্রদায় মানুষজন। অন্যান্য জায়গার পাশাপাশি পূর্ব বর্ধমানের ভাতাড়ের বিভিন্ন আদিবাসী অধ্যুষিত এলাকায় শুরু হয়ে গেছে বাঁদনা পরব। আর এই উৎসবে আমন্ত্রণ পেয়ে ভাতাড়ের নারায়নপুর গ্রামে বাঁদনা উৎসবে সামিল হলেন রাজ্য যুব তৃণমূলের সাধারণ সম্পাদক যুবনেতা শান্তনু কোণার। মাঝিস্থানে মাল্যদানের পর জাহেরস্থান পরিদর্শন করেন যুবনেতা। আদিবাসীদের বিভিন্ন সুবিধা অসুবিধা খোঁজ নেন যুবনেতা।আদিবাসী নৃত্যে যুব নেতাকে পা মেলাতে দেখা যায়। যুবনেতা শান্তনু কোনার বলেন, নেত্রীর আদর্শকে পাথেয় করে উৎসবের আনন্দ ভাগ করে নেওয়ার লক্ষ্যে আদিবাসীদের আমন্ত্রণে সামিল হয়েছিলেন তিনি।