আদিবাসী উন্নয়ন দপ্তর ও পঞ্চায়েত সমিতির উদ্যোগে জয় জোহার মেলা
সেখ সামসুদ্দিন, ২০ নভেম্বরঃ বিরসা মুন্ডার ১৫০ তম জন্মবার্ষিক উদযাপন উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে সারা রাজ্য জুড়ে নানান অনুষ্ঠানের মাধ্যমে দুই দিনের জয় জোহার মেলা আয়োজিত হয়। মেমারি ১ ব্লকের কিষাণ মান্ডিতে পশ্চিমবঙ্গ সরকারের আদিবাসী উন্নয়ন দপ্তর ও মেমারি ১ পঞ্চায়েত সমিতির পরিচালনায় ও সহযোগিতায় জয় জোহার মেলার উদ্বোধনে উপস্থিত ছিলেন বর্ধমান পূর্বের সাংসদ ডাঃ শর্মিলা সরকার, মেমারি বিধানসভার বিধায়ক মধুসূদন ভট্টাচার্য্য, মেমারি ১ সমষ্টি উন্নয়ন আধিকারিক শতরূপা দাস, যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক অনন্যা বেরা, জেলা পরিষদ বন ও ভূমি কর্মাধ্যক্ষ নিত্যানন্দ ব্যানার্জী সহ জেলা পরিষদ সদস্যবৃন্দ, পঞ্চায়েত সমিতির সভাপতি বিকাশ হাঁসদা, সহ-সভাপতি বসন্ত রুইদাস সহ সকল কর্মাধ্যক্ষ ও ব্লকের বিভাগীয় আধিকারিক সহ অফিসারবৃন্দ। ২০ ও ২১ নভেম্বর এই দুই দিনে আদিবাসী সম্প্রদায়ের নানান সাংস্কৃতিক অনুষ্ঠান, ক্রীড়া প্রতিযোগিতা সহ বিভিন্ন বিভাগীয় সরকারি পরিষেবা প্রদান করা হবে বলে জানান নিত্যানন্দ ব্যানার্জী।