আজ ভবানীপুর উপনির্বাচনে ভোটকর্মীরা পাবেন রেনকোট – নৌকা 

ধনঞ্জয় বন্দ্যোপাধ্যায়,  
আজ অর্থাৎ বৃহস্পতিবার রাজ্যের সবথেকে হেভিওয়েট আসন ভবানীপুরে উপনির্বাচন রয়েছে। এছাড়া মুর্শিদাবাদের আরও দুটি কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তবে কলকাতার ভবানীপুর উপনির্বাচনে ভিলেন রয়েছে লাগাদার বর্ষণ।তাই এই কেন্দ্রে ভোটকর্মীরা পাচ্ছেন রেনকোট পাশাপাশি যাতায়াতের জন্য নৌকার ব্যবস্থা থাকবে বলে প্রশাসন সুত্রে প্রকাশ। ভোট চলাকালীন যাতে কোনও সমস্যা না হয় তার জন্য  সবরকম ব্যবস্থা নেওয়া হচ্ছে।  নির্বাচন কমিশন এবং কলকাতা পুরসভা উভয় তরফেই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে ভবানীপুর উপনির্বাচনের জন্য। ইভিএম মেশিন যাতে তুমুল বৃষ্টির মধ্যেও নিরাপদ থাকে তার ব্যবস্থা করছে  নির্বাচন কমিশন। ট্রান্সপারেন্ট পলিথিন ব্যাগে মুড়ে রাখা হবে ইভিএম মেশিন। এছাড়া সমস্ত ভোট কর্মীদের জন্য একটি করে রেনকোট বরাদ্দ করা হয়েছে। ডিসি আরসি সেন্টার থেকে যাতে ভোট কর্মীরা নিরাপদে ভোটের যাবতীয় সামগ্রী নিয়ে যেতে পারেন তার জন্যই এই ব্যবস্থা। এই প্রথম ভোটকর্মীদের রেনকোট দিয়ে দেওয়া হচ্ছে। প্রত্যেকটি বুথে সেডের ব্যবস্থা করা হচ্ছে। এছাড়া সূত্রের খবর, ভবানীপুরের রাস্তায় যদি বেশি জল জমে তার জন্য বোটের ব্যবস্থাও রাখা হচ্ছে। রাজ্যের বিপর্যয় মোকাবিলা দফতর এবং সিভিল ডিফেন্স দফতর দুটি নৌকার ব্যবস্থা করেছে। যদি রাস্তায় তিন ফুটের বেশি জল জমে তবেই এই নৌকাগুলি ব্যবহার করা হবে। যুদ্ধাকালীন তত্‍পরতায় জল নামানোর চেষ্টা করছে কলকাতা পুরসভা। ৭০, ৭৪ নম্বর ওয়ার্ড-সহ ভবানীপুরের বিস্তীর্ণ এলাকায় জল জমে আছে। তা নামানোর জন্য পুরসভার তরফে পাম্প চালানো হচ্ছে। কিন্তু সমস্যা একটাই, বৃষ্টি এখনও হয়ে চলেছে। তাই জল জমছে আরও। তা নিয়েই এখনও চিন্তার ভাঁজ রয়েছে পুরকর্মীদের কপালে। তবে যুদ্ধকালীন পরিস্থিতিতে উপনির্বাচন করতে বদ্ধপরিকর নির্বাচন কমিশন কর্তৃপক্ষ। 

Leave a Reply