মোল্লা জসিমউদ্দিন টিপু,
আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর ২.০০ টোয় কলকাতার সিটি সিভিল কোর্টে অবস্থিত ‘বার কাউন্সিল অফ ওয়েস্ট বেঙ্গলের অফিসে বিভিন্ন কোর্টের আইনজীবীদের উপস্থিতিতে সারা বাংলা আইনজীবী ঐক্য মঞ্চ ( SBAAM )এর পক্ষ থেকে ডেপুটেশন দেওয়া হবে।
ডেপুটেশনের বিষয়:
১) ২০১২ সালে তৈরীর হওয়া Advocate Well fare Corporation অনুসারে সকল আইনজীবিকে medical insurance সহ অন্যান্য সুযোগ সুবিধা দিতে হবে।
২) জাল আইনজীবী ঠেকাতে বার কাউন্সিলের নিজস্ব ওয়েবসাইটে সমস্ত আইনজীবির নাম সহ সবিস্তারে উল্লেখ থাকতে হবে।
৩) বাংলার বিভিন্ন জায়গায় আইনজীবীরা কখনো পুলিশ কখনো দুষ্কৃতিদের দ্বারা প্রহৃত হচ্ছে।এই বিষয়ে বার কাউন্সিলের সদর্থক ভূমিকা পালন করতে হবে।
৪) কোর্টগুলি খোলার ব্যাপারে যাবতীয় উদ্দ্যোগ নিতে হবে।
৫) কোভিডে মৃত ও আক্রান্তদের অনুদান বৃদ্ধি করতে হবে।
এছাড়াও অন্যান্য গুরুত্বপূর্ণ দাবী জানানো হবে বলে জানিয়েছেন সংগঠনের নেতা সঞ্জয় কুমার দাস মহাশয়।