অনুব্রত মন্ডলের স্বাস্থ্য রিপোর্ট পেতে বিচারকের কাছে আবেদন সিবিআইয়ের গরু পাচার মামলায় আদালতে কাল শুনানি হওয়ার সম্ভবনা,
কাজল মিত্র :-অনুব্রত মন্ডলকে জেরা করতে কোমর বেঁধে পড়েছে সিবিআই এর দল।আর তাই তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডলকে গরু পাচার মামলায় অন্যতম স্বাক্ষী হিসাবে বুধবার কলকাতার নিজাম প্যালেসে সিবিআই দপ্তরে হাজিরা দিতে বলাহয়।সিবিআই এর তরফে অনুব্রত মন্ডলকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ দিয়ে ডেকেছিল। কিন্তু অনুব্রত মন্ডল অসুস্থ হয়ে পড়ায় সেখানে না গিয়ে কলকাতা এসএসকে এম হাসপাতালে ভর্তি হন।অপরদিকে তার ঠিক ২৪ ঘন্টার মধ্যেই ঐ মামলার সিবিআইয়ের তদন্তকারী দলের তিন আধিকারিক বৃহস্পতিবার দিন দুপুর পৌনে একটা নাগাদ আসানসোলের সিবিআই আদালতে এসে পৌঁছান।তারা সিবিআইয়ের আইনজীবীর সঙ্গে কথা বলেন।পরে তারা একটি আবেদন সিবিআইয়ের আইনজীবীর কাছে দিয়ে যান।
সূত্র অনুসারে জানা গেছে, অনুব্রত মন্ডলের স্বাস্থ্য সংক্রান্ত স্টেটাস রিপোর্ট কি তা জানার জন্য আবেদন করা হয়েছে সিবিআই আদালতে।
আদালত সূত্রে খবর, শুক্রবার সিবিআইয়ের এই আবেদন বিচারকের কাছে জমা দেওয়া হবে।