শতবর্ষে গৌরকিশোর ঘোষ ২০ জুন রবীন্দ্র সদনে অনুষ্ঠান
ফারুক আহমেদ
প্রখ্যাত সাংবাদিক-সাহিত্যিক গৌরকিশোর ঘোষের শতবর্ষ জন্ম-জয়ন্তী উদযাপন অনুষ্ঠান আয়োজন করা হয়েছে ২০ জুন রবীন্দ্র সদনে সন্ধ্যা ছ’টায়।
নেতাজী রিসার্চ ব্যুরোর সভাপতি ও হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের গার্ডনার অধ্যাপক সুগত বসু, ‘গৌরকিশোর ঘোষ শতবর্ষ বক্তৃতা’ এবং সমাজসেবী মেধা পাটকর ‘মনুষ্যত্বের সন্ধানে’ শীর্ষক বক্তৃতা দেবেন। পশ্চিমবঙ্গ সরকারের উচ্চ শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু স্মরণগ্রন্থ উদ্বোধন করবেন। সঙ্গীত পরিবেশন করবেন প্রিয়াঙ্গী লাহিড়ী। ধন্যবাদজ্ঞাপন তথ্যচিত্র রূপদর্শী পরিচালক শৈবাল মিত্র।
এদিন অনুষ্ঠানে গৌরকিশোর ঘোষের উপর একটি স্মরণগ্রন্থের প্রকাশ এবং একটি তথ্যচিত্র প্রদর্শন করা হবে।
গৌরকিশোর ঘোষ জন্ম শতবর্ষ উদযাপন কমিটির সভাপতি ডা. অমিত রায়, সম্পাদক সাহানা নাগ চৌধুরী, যুগ্ম সম্পাদক ড. পত্রালী ঘোষ উপস্থিত থাকবেন।