আইনমন্ত্রীর ৩ টি লকারের চাবি ফিরিয়ে দেওয়ার নির্দেশ সিবিআই কে,
সম্প্রীতি মোল্লা ,
শুক্রবার দুপুরে পশ্চিম বর্ধমান জেলার আসানসোল আদালতে সিবিআই এজলাসে কয়লা পাচার মামলার শুনানি চলে। এদিন কয়লা পাচার কাণ্ডের তদন্তে এবার রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ির তিনটি লকারের চাবি ফিরিয়ে দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিল সিবিআই এজলাস। আদালত সুত্রে প্রকাশ, চলতি বছরের গত ৭ সেপ্টেম্বর বেআইনি কয়লা পাচার মামলার তদন্তে কলকাতা ও আসানসোল মিলিয়ে মোট ৬টি বাড়িতে তল্লাশি চালিয়েছিলেন সিবিআই আধিকারিকরা।তল্লাশির সময় বাড়িতে যদিও ছিলেন না মন্ত্রী মলয় ঘটক। তাঁর বাড়ি থেকেও বিশেষ কিছুই পাওয়া যায়নি বলে প্রকাশ । তবে তাঁর বাড়ি থেকে তিনটি লকারের চাবি ও তিনটি মোবাইল ফোন নিয়ে গিয়েছিলেন সিবিআই অফিসাররা।সেই ঘটনার এক সপ্তাহের পর আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে একটি রিপোর্ট জমা দেন সিবিআই আধিকারিকরা। সেখানে রাজ্যের আইন মন্ত্রীর বাড়ি থেকে কী কী পাওয়া গেছে তা জানানো হয়। তাতেই আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি তিনটি লকারের চাবি ও মোবাইল ফোনগুলির উল্লেখ ছিল।লকারের চাবিগুলি ফিরিয়ে দেওয়ার জন্য মন্ত্রী মলয় ঘটকের আইনজীবীর তরফে আসানসোলে সিবিআইয়ের বিশেষ আদালতে আবেদন করা হয়েছিলসেসময় । সেই আবেদনের জবাবে এদিন সিবিআই এজলাসের বিচারক রাজেশ চক্রবর্তী চাবিগুকি ফিরিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন সিবিআই কে। কয়লা পাচার মামলায় একাধারে সিবিআই এবং অপরদিকে ইডি তদন্ত চালাচ্ছে।