অসমের বন্যা কবলিত এলাকায় ত্রান কাজ ভারত সেবাশ্রমের
অসমে বন্যার ফলে নওগাঁ ও কার্বিয়াংলং জেলায় ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। ঐ সব এলাকায় বন্যা কবলিত মানুষদের মধ্যে ত্রান কাজ শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ। অসমে সঙ্ঘের বিভিন্ন শাখা কেন্দ্র থেকে জলবন্দি মানুষদের শুকনো খাবার বিতরনের কাজও শুরু হয়েছে৷ অসম ছাড়াও আশপাশের রাজ্যগুলি থেকে ও কলকাতা থেকেও সন্নাসী ও স্বেচ্ছাসেবকরা অসমে পৌঁছে ত্রান কার্যে অংশ নিয়েছেন। সঙ্ঘের প্রধান সম্পাদক স্বামী বিশ্বাত্মানন্দ মহারাজ বলেন, অসমের হোজাই এলাকায় স্বামী তত্বজ্ঞ্যানানন্দজি ও কার্বিয়াংলঙ এর হিজলি ও মহিষাকিংলিং এলাকায় স্বামী চিন্ময়ানন্দজি মহারাজের নেত্ত্বিত্বে এবং জ্যাংচায় ব্রম্ভচারী চেচাঙের ব্যাবস্থাপনায় বন্যা কবলিত মানুষদের মধ্যে শেবাকার্য চলছে।
তিনি বলেন, বন্যার পরিস্থিতি এতটাই ভয়াবহ যে এইসব জায়গায় রান্না করে যে খাবার দেওয়া হবে এখোনো সেই পরিস্থিতি তৈরি হয়নি।তাই আশ্রমের পক্ষ থেকে তিনটি প্রধান ক্যাম্প তৈরি করে শুকনো খাবার বিতরন করা হচ্ছে।