Spread the love

অষ্টম পর্যায়ের দুয়ারে সরকার শিবিরে ব্যাপক সাড়া জঙ্গলমহলে,

সাধন মন্ডল বাঁকুড়া:——

পশ্চিমবঙ্গ সরকারের জনমুখী প্রকল্প গুলি সাধারণ মানুষের কাছে দ্রুত পৌঁছে দিতে অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবির শুরু হল আজ ১৫ ই ডিসেম্বর চলবে আগামী ৩০শে ডিসেম্বর পর্যন্ত । বাঁকুড়া জেলার ছাতনা ও শালতোড়া ব্লক এ জেলাশাসক সিয়াদ এন শিবিরের উদ্বোধন করে শিবির গুলি পরিদর্শন করেন।সারা রাজ্যের সাথে বাঁকুড়া জেলার জঙ্গল মহলের রাইপুর ব্লকেও শুরু হল অষ্টম পর্যায়ে দুয়ারে সরকার শিবির। শিবিরের পাশাপাশি ভ্রাম্যমান শিবির চলছে গ্রামে গ্রামে। শিবির পরিদর্শনে রাইপুর সমষ্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস ও যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক সুজয় ব্যাপারী। সমষ্টি উন্নয়ন আধিকারিক হীরক বিশ্বাস বলেন আমি নতুন এসেছি এলাকা সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা এখনো করে উঠতে পারিনি। তবে দুয়ারে সরকার ক্যাম্প গুলি তে গিয়ে এলাকার মানুষের সাথে পরিচিত হচ্ছি। দুয়ারে সরকারের শিবির গুলিতে মানুষের উপস্থিতি ভালো। পশ্চিমবঙ্গ সরকারের 36 টি পরিষেবা এবারের শিবির গুলি থেকে দেওয়া হবে এছাড়া আমরা জোর দিয়েছি আদিবাসী প্রধান গ্রামগুলির উপর ভ্রাম্যমান দুয়ারে সরকার শিবির। আজ দুন্দার ও রাইপুর গ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন গ্রামে আমাদের এই ভ্রাম্যমান দুয়ারে সরকার শিবির অনুষ্ঠিত হয়েছে। তাছাড়া মেলেড়া, ফুলকুসমা, মটগোদা, ধানাড়া গ্রাম পঞ্চায়েত এলাকায় আজকের শিবির গুলি অনুষ্ঠিত হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *