গোপাল দেবনাথ : কলকাতা, ১০ ডিসেম্বর ২০২১। আজ ১০ ডিসেম্বর আন্তর্জাতিক মানবাধিকার দিবস। সারা বিশ্বজুড়ে এই দিনটি মহাসমারোহে পালিত হয়ে আসছে। বিভিন্ন দেশের মানবাধিকার সংগঠনের সাথে সাথে আমাদের দেশে যত সংখ্যক মানবাধিকার সংগঠন আছে তাদের মধ্যে অন্যতম সংস্থা অল ইন্ডিয়া হিউম্যান রাইটস। এই মানবাধিকার সংগঠন গত ১১ বছর ধরে এই দিনটি কে অত্যন্ত শ্রদ্ধার সাথে মহাসমারোহে পালন করে আসছে। অল ইন্ডিয়া হিউম্যান রাইটস সারা বছর ধরে সাধারণ মানুষের সেবায় কাজ করে আসছে। সাধারণ মানুষের সেবা প্রসঙ্গে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর প্রতিষ্ঠাতা ও সর্বভারতীয় চেয়ারম্যান বুম্বা মুখার্জী সাংবাদিকদের জানালেন, আমরা গত সাড়ে তিন বছর ধরে আসানসোল এবং বার্নপুর অঞ্চলে দুঃস্থ মানুষের মুখে প্রতিনিয়ত খাবার তুলে দিতে সক্ষম হয়েছি। আমাদের এই জনদরদী কাজের স্বীকৃতি স্বরূপ ব্রাজিল এর একটি প্রখ্যাত ইউনিভার্সিটি থেকে আমাদের এই সংগঠন কে পুরস্কৃত করেছে এবং সংগঠনের প্রধান হিসেবে আমাকে ডক্টরেট উপাধি দিয়ে সম্মানিত করেছে। বহুদিন ধরে নিপীড়িত মানুষের সেবায় আমাদের সংগঠন সারা দেশ জুড়ে নিরলস ভাবে কাজ চালিয়ে যাচ্ছে। আজকের দিনটিকে স্মরণীয় করে রাখতে কলকাতার দ্য মঙ্গলম চেম্বার ব্যাংকোয়েট হলে অল ইন্ডিয়া হিউম্যান রাইটস এর আয়োজনে পঞ্চম বার্ষিক দ্য লিজেন্ড অফ বেঙ্গল এওয়ার্ড -২০২১ তুলে দেওয়া হলো সমাজের নানান ক্ষেত্রের বিশিষ্ট জনের হাতে। পুরস্কার পেলেন বিশিষ্ট সংগীতশিল্পী সিধু, লাজবন্তী রায়, গায়ক প্রদীপ ভট্টাচার্য, হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী জয়ন্ত নারায়ণ চট্টোপাধ্যায়, পশ্চিমবঙ্গের একমাত্র মহিলা বাস ড্রাইভার প্রতিমা পোদ্দার, পুরুষ মানুষের অধিকার নিয়ে আন্দোলনকারী নেত্রী নন্দিনী ভট্টাচার্য, বিশিষ্ট সমাজসেবী বিমল সাহা ও আইনুল হক, জনপ্রিয় মোটিভেটার স্পিকার সূর্য সিনহা, বিশিষ্ট চিকিৎসক ডাঃ পার্থ সারথি মুখার্জী এ ছাড়াও বুম্বা মুখার্জী পুরস্কার তুলে দিলেন অভিনেত্রী পায়েল মুখার্জী, অভিনেত্রী সন্দীপতা সেন, অভিনেতা রাজীব বোস, বিশ্বনাথ বসু সেই সাথে সেক্স ওয়ার্কার নিয়ে দীর্ঘদিনধরে কাজ করা দুর্বার সংগঠনের প্রধান মহাশ্বেতা মুখার্জী কে। এই মঞ্চেই অদ্যাশক্তি বৃদ্ধাশ্রম এর সংগঠকদের হাতে লিজেন্ড অফ বেঙ্গল -২০২১ পুরস্কার তুলে দিয়ে সম্মানিত করা হলো। সকল পুরষ্কার প্রাপকই এই সংগঠনের ভালো কাজের জন্য প্রশংসা করেন এবং শ্রীবৃদ্ধি কামনা করেন।