Spread the love

“অমাবস্যায় চাঁদ” –


আমাদের ‘ ভোর থিয়েটার ওয়ার্কশপ ‘ এর নবতম নাট্য ভাবনা “অমাবস্যায় চাঁদ” , নামটা একটু অন্যরকম তাই না ! যে অমাবস্যায় আবার চাঁদ ওঠে নাকি ? হ্যাঁ এই দেবী পক্ষে সমস্ত অন্ধকারের অমাবস্যা ভেদ করে আমরা জেগে উঠবো , – আর জেগে থাকার জন্য নিজেদের মেরুদন্ড কে সোজা রাখতে হবে। আমরা রাস্তা ঘাটে, ট্রেনে – বাসে সমাজের অনেক পিছিয়ে পড়া মানুষকে দেখতে পাই , কেউ দেখতে পেয়েও না দেখার ভান করি কেউ আবার তাদের নিয়ে অহেতুক হাসা হাসি করে । আমরা তাদের কে বলি পিছিয়ে পড়া, তাহলে এই মেকি সভ্য সমাজ তো আরো ভয়ঙ্কর অবস্থায় দাড়িয়ে , এই মেকি সমাজে আছে টা কি খুন ,দলা দলী, হিংসা, কাটা- কাটি, নিজের পিঠ বাঁচাতে অন্যকে মৃত্যুর মুখে ফেলা! এগুলোই কি তথাকথিত সভ্য সমাজের পরিচয় ? তবে তো ওই পিছিয়ে থাকা সমাজ গুলোই ভালো । আমাদের এই গল্প সেই আদি পুরাতন সমাজ ও পেশা কে কেন্দ্র করে যে সমাজ আজও কলকাতার এক গলিতে মাথা উচু করে দন্ডায়মান ।
বেশ্যা সমাজ , নামটা শুনে একটু চমকালেন তাইনা? এর আগে এই মানুষ গুলোর অনেক গল্প শুনেছি , তাদের দুঃক্ষ কষ্ট থেকে তাদের কর্ম সবই এর আগে অনেক শুনেছি , এবার আমরা তাদের এই ঘোর কলি যুগের যুদ্ধ দেখাবো । তাদের চুক্ষুও রক্ত বর্ণ ধারণ করে সমাজের ওই নরকিট গুলোর মস্তক ছিন্ন করবে । আপনারাও আসুন , দেখে যান অমাবস্যায় কেমন চাঁদ ওঠে । ‘ ভোর থিয়েটার ওয়ার্কশপ ‘ নিবেদিত “অমাবস্যার চাঁদ” ,আগামী ৪ঠা অক্টোবর তপন থিয়েটার হলে, বেলা ১২ :০০ থেকে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *