অভিষেক পত্নী রুজিরা বন্দ্যোপাধ্যায় কে জিজ্ঞাসাবাদের ‘সময়’ জানতে চাইলো ইডি,
মোল্লা জসিমউদ্দিন , ১৩ জুন
এবার কয়লা পাচার কান্ডে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় এর স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় কে নোটিশ পাঠালো ইডি।কবে জিজ্ঞাসাবাদ করা যাবে? তা জানতে চেয়ে এই নোটিশ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির।কয়লা কাণ্ডের তদন্তে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দোপাধ্যায় কলকাতায় ইডির দপ্তরে কবে হাজিরা দিতে পারবেন? এর আগে কয়লা কাণ্ডে আরেক কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই বাড়ি গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল রুজিরা বন্দ্যোপাধ্যায়কে।তবে, এখনও পর্যন্ত রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে পারেনি ইডি। একাধিকবার তাঁকে উপস্থিত হবার নোটিশ দেওয়া হলেও, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার মুখোমুখি হতে দেখা যায়নি রুজিরা কে । আবার দিল্লির পরিবর্তে কলকাতায় জিজ্ঞাসাবাদের আবেদন জানিয়ে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ও রুজিরা বন্দ্যোপাধ্যায়। এরপর সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তাঁরা। সুপ্রিম কোর্টের পক্ষ থেকে তাঁদের কলকাতার অফিসে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির দাবি, -‘ এখনো পর্যন্ত কয়লা পাচার কাণ্ডে ১৩০০ কোটি টাকার আর্থিক লেনদেনের খবর পাওয়া গেছে। আর কয়লা পাচারের মোটা টাকা বহু প্রভাবশালী ব্যক্তির কাছে পৌঁছে গেছে। হাওলার দ্বারা বহু প্রভাবশালী ব্যক্তি বিদেশি ব্যাঙ্কে এই টাকা জমা রেখেছেন’। এই সব জানতে তদন্তের স্বার্থেই রুজিরা বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি। এর আগে রুজিরা বন্দ্যোপাধ্যায়কে যেমন জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই, তেমনি রুজিরা বন্দ্যোপাধ্যায়ের বোন মেনকা গম্ভীরা, তাঁর স্বামী ও শ্বশুরকেও জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই। তবে, বারবার ইডির তলব এড়িয়ে গেছেন রুজিরা বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের পক্ষ থেকে বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করা হয়েছে। এবার ইডির নোটিশ পাওয়ার পর রুজিরা বন্দ্যোপাধ্যায় তদন্তকারী সংস্থার জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন কিনা? সেটায় দেখার। আগে দিল্লির ইডি অফিস যেতে দূরত্ব এক কারণ ছিল।এখন কলকাতাতেই সুপ্রিম কোর্টের নির্দেশে জিজ্ঞাসাবাদ করতে চাইছে ইডি।