Spread the love

অবশেষে স্কুল ফিরে পেল সারেঙ্গার ভাঙ্গাদেউলী গ্রামের মানুষজন

:——শুভদীপ ঋজু মন্ডল। বাঁকুড়া:—————–গ্রামের একমাত্র প্রাথমিক বিদ্যালয়টি ছাত্রছাত্রীর অভাবে বন্ধ হয়ে গিয়েছিল। দীর্ঘ কয়েক বছর পর গ্রামের ক্ষুদে পড়ুয়াদের প্রাথমিক শিক্ষায় শিক্ষিত করতে আবার স্কুল ফিরে পেল সারেঙ্গা ব্লকের নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের ভাঙ্গা দেউলী গ্রামের মানুষজন। প্রত্যাবর্তন নামে নতুনভাবে বিদ্যালয়ের সূচনা করলেন বাঁকুড়া জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সংসদ সভাপতি অধ্যাপিকা বসু মিত্রা সিংহ সাথে ছিলেন সারেঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালি মুরমু, সারেঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ কল্যাণ মল্লিক,নেতুরপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান রেখা মাহাত, শিক্ষা বন্ধু কল্পনা পাত্র সারেঙ্গা পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ সুভাষচন্দ্র মাইতি সহ বিশিষ্ট মানুষজন, এলাকার শিক্ষক-শিক্ষিকা বৃন্দ ও শিক্ষানুরাগী ব্যক্তিরা। এদিন এই অনুষ্ঠানে আদিবাসী মহিলাদের সাথে পায়ে পা মিলিয়ে তালে তাল দিয়ে কোমর দুলিয়ে নাচ করলেন অবর বিদ্যালয় পরিদর্শক সোনালী মুর্মু সহ সংসদ সভাপতি অধ্যাপিকা বসু মিত্রা সিংহ ।গ্রামের মানুষ আবেগে আপ্লুত তারা বলেন এত বড় মাপের একজন মানুষ আমাদের সাথে কোমর দুলিয়ে নাচ করলেন যা আমরা কখনো স্বপ্নেও ভাবি নি। আমরা কৃতজ্ঞ উনার কাছে। এখানে উল্লেখ্য ছাত্রছাত্রীর অভাবে বেশ কয়েক বছর আগে বিদ্যালয়টি বন্ধ হয়ে গিয়েছিল। বর্তমানে গ্রামে খুদে পড়ুয়ার সংখ্যা বৃদ্ধি পাওয়ায় বিদ্যালয়টি আবার নতুন ভাবে খোলা হল বলে সংসদ সভাপতি জানান। তিনি বলেন সালমানের ঘেরা এলাকায় সবুজের হাতছানির মাঝে শিক্ষার উন্নয়ন ছাড়া এলাকা সফলতা পায় না তাই মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রাথমিক শিক্ষা বিভাগের উদ্যোগে বিদ্যালয়টি নতুনভাবে শুরু করা হলো আশা করি বিদ্যালয় টি সঠিকভাবে স্ব মহিমায় চলতে থাকবে। সারেঙ্গা চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সোনালি মুরমু বলেন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা বিভাগ কর্তৃক নতুন ভাবে অনুমোদিত হয়ে বিদ্যালয়টি তার পথ চলা শুরু করল এটা আমাদের কাছে একটি বড় পাওনা মা মাটি মানুষের সরকার প্রত্যন্ত এলাকার মানুষের কথা ভাবেন সেটাই এই স্কুল নতুন ভাবে শুরু হয় বোঝা গেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *