অপারেশন প্রাপ্তির মাধ্যমে খোয়া যাওয়া ১৮ টি মোবাইল ফেরত সদাইপুর থানায়

সেখ রিয়াজুদ্দিন বীরভূম
কেউ বাজার করতে গিয়ে, কেউবা গাড়ি চালানোর সময় পড়ে গিয়েছে কারো আবার বাড়ির ভেতরে থেকে চুরি গেছে মূল্যবান তথা নামিদামি কোম্পানির মোবাইল। রুটিন মাফিক জেনারেল ডাইরি করতে হয় থানায় তাই করা হয়েছে। তবে এমন সখের জিনিস যে ফেরত পেতে পারে তা কল্পনার অতীত। নামিদামি কোম্পানির মোবাইল হারিয়ে যাওয়ায় আফশোস ছাড়া আর কিইবা করার আছে। তাইতো হ্যাঁ পিত্যেস না করে হারানোর ব্যাথা একসময় ভূলে যেতে হয়। কিন্তু হারিয়ে যাওয়ার সেই ব্যাথা থেকে ফের আনন্দে আত্মহারা হয়ে ওঠে যখন জেলা পুলিশের সৌজন্যে মোবাইল ফেরত পাওয়া যায়। সেরূপ রবিবার বীরভূম জেলা পুলিশের পক্ষ থেকে সদাইপুর থানার প্রচেষ্টায় এলাকার বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া নামিদামি কোম্পানির ১৮ টি মোবাইল ফোন উদ্ধার করে। এরপর উপযুক্ত নথিপত্র যাচাই করার পর প্রকৃত মালিকদের হাতে মোবাইল গুলো তুলে দেওয়া হয় “অপারেশন প্রাপ্তি”র ব্যানারে। হারিয়ে যাওয়া মোবাইল ফোনের আশা ছেড়ে দেওয়ার পর পুলিশের প্রচেষ্টায় এভাবে ফেরত পাওয়ায় স্বভাবতই জাহিদুর রহমান, দক্ষিণেশ্বর পাল সহ সকলের মুখে হাসির রেখা সাথে সদাইপুর থানার পুলিশকে সাধুবাদ জানান। মোবাইল ফেরত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিউড়ি সদর সিআই সুব্রত ইন্দ্র, সদাইপুর থানার ওসি মহম্মদ মিকাইল মিয়া সহ অন্যান্য পুলিশ আধিকারিকগণ।

Leave a Reply