ফের বিমান বিভ্রাট অন্ডালে, তবে এবার প্রতিকূল আবহাওয়া নয়
জাহির আব্বাস,
ফের বিমান বিভ্রাট চললো পশ্চিম বর্ধমান জেলার অন্ডাল বিমানবন্দরে। অণ্ডালে আসার পথে মাঝ আকাশ থেকে ফিরে গেল চেন্নাইয়ের বিমান। প্রকাশ , ইঞ্জিনের গোলযোগের জন্য চেন্নাই থেকে উড়ান শুরু করার কিছুক্ষণের মধ্যেই বিমানটিকে ফের চেন্নাইয়ে ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। বিমানটি নিরাপদেই চেন্নাই বিমানবন্দরে অবতরণ করে থাকে বলে জানা গেছে ।গত মঙ্গলবার অণ্ডালে বিমানটি চেন্নাই থেকে এসে নামার কথা ছিল রাত ৯ টা ২৫ নাগাদ। চেন্নাই থেকে সেটি আকাশে ওড়ে সন্ধ্যা ৬ টা ৫৫ নাগাদ। সেটি বঙ্গোপসাগরের উপর দিয়ে ওড়ার সময় ইঞ্জিনে সমস্যা দেখা দেওয়ায় পাইলট জরুরি বার্তা পাঠান। বিমানটিকে সঙ্গে সঙ্গে চেন্নাই ফিরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।এরপর রাত ১ টা ৩৩ নাগাদ ফের চেন্নাই থেকে বিমান রওনা দেয় অণ্ডালের উদ্দেশ্যে। রাত ৩ টা ২৪ নাগাদ সেটি অণ্ডালে নামে। শেষ পর্যন্ত ভোর ৪ টা ১১ নাগাদ অণ্ডাল থেকে যাত্রীদের নিয়ে সেটি চেন্নাইয়ের উদ্দেশ্যে উড়ে যায়। ঘটনার তদন্ত শুরু করেছে স্পাইসজেট কর্তৃপক্ষ । তবে এ বার সমস্যা আবাহাওয়ার নয়। সূত্রে প্রকাশ , বিমানের প্রযুক্তিগত সমস্যার কারণেই পশ্চিম বর্ধমান জেলার অণ্ডাল বিমানবন্দরে নামতে পারেনি সেটি।মঙ্গলবারের এই ঘটনার পরে বুধবার অন্য একটি বিমানে যাত্রীদের নিয়ে আসা হয় অণ্ডালে। প্রায় সাড়ে ছ’ঘন্টা দেরিতে ভোর ৩টে ২৪ মিনিটে গন্তব্যে পৌঁছন বিমানযাত্রীরা।বিমানবন্দর সূত্রে প্রকাশ , চেন্নাই থেকে বিমানটি ছাড়ার সময় ছিল মঙ্গলবার সন্ধে ৬টা ৫৫ মিনিট। কথা ছিল, অণ্ডালে সেটি অবতরণ করবে রাত ৯টা ২৫ মিনিট নাগাদ। তবে শেষ পর্যন্ত বিমানটি অবতরণ করতে না পারায় চেন্নাইয়েই ফিরে যায়।পরে পুনরায় যাত্রী নিয়ে ফিরে আসে অন্ডালে এই বিমান টি।