অতিবৃষ্টির জেরে কেটে দেওয়া রাস্তা সংস্কারের জন্য স্মারকলিপি  প্রদান

সেখ রাজু :

সোমবার পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের দাওরাডাঙ্গা থেকে কাশেমনগর হাসপাতাল মোড় এই রাস্তার মধ্যে ভাটপুকুর পাড়া এলাকায় রাস্তা কেটে দেওয়ায় সমাধানের জন্য মঙ্গলকোট ব্লকে স্মারকলিপি দিল গ্রামবাসীরা । গত ১ লা আগস্ট অতিবৃষ্টি এবং ডিভিসি জল ছাড়ার ফলে পূর্ব বর্ধমান জেলা জুড়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছিল। এই পরিস্থিতি থেকে বাঁচতে রাস্তা কেটে জল পারাপারের ব্যবস্থা করা হয় । অতি সত্বর যাতে এই রাস্তা ঠিক হয় সেই উদ্দেশ্যে মঙ্গলকোট ব্লক চত্বরে অবস্থান বিক্ষোভ করে গ্রামবাসীরা । উত্তম মন্ডল, মান্নান শেখ, শম্ভুনাথ সরকার, সৈয়দ সাইফুদ্দিন প্রমুখরা জানান বারুইপাড়া গ্রামবাসীরা এই কর্মকান্ড ঘটিয়ে সরকারি সম্পত্তি নষ্ট করেছে । তাই অতিসত্বর সমস্যার সমাধান হলে যোগাযোগ ব্যবস্থা সচ্ছল হবে ।পরিস্থিতি উত্তেজনা মূলক যাতে না হয় তাই তড়িঘড়ি মঙ্গলকোট থানার আইসি মধুসূদন ঘোষ উপস্থিত হয়ে অতিসত্বর সমস্যা সমাধানের আশ্বাস দেন । আইসি জানান -‘মানুষের জন্য পুলিশ, পুলিশের জন্য মানুষ নয়’ । সকলের কথা চিন্তা করে যোগাযোগ যাতে অতি সত্বর সচ্ছল হয় সে বিষয়ে প্রশাসন পদক্ষেপ নেবে বলে জানান ।

Leave a Reply