অজয় নদের জলে নিখোঁজ বালক, সন্ধানে এনডিআরএফ
পারিজাত মোল্লা ;
গত বুধবার রাত থেকে শুক্রবার রাত পর্যন্ত পূর্ব বর্ধমান জেলার অজয় নদের উপকূলে থাকা মঙ্গলকোট ব্লকের দশের বেশি গ্রাম পঞ্চায়েত এলাকা ছিল বিপদজনক। পাশাপাশি ১০৭ টি মৌজার কৃষি জমি ছিল নদীর জলের তলায়।তবে শনিবার ভোর থেকে জল নামতে শুরু করে থাকে। আর এতে নদীর মাছ ধরতে গিয়ে জলেত তোড়ে তলিয়ে গেল মঙ্গলকোটের নুতনহাট এলাকার আনন্দ থান্ডার নামে বছর নয়ের এক বালক।এদিন সকাল আটটা নাগাদ অজয় নদের লোচনদাস সেতুর নিচে দাদুর সাথে মাছ ধরছিল সে।দাদু কোন কারণে একাকী রেখে যায় এই বালক কে।তখনি মাটি ধসে জলের স্রোতে চলে যায় এই বালক।এই সংবাদ লোচনদাস সেতুতে টহলরত পুলিশ অফিসারের কাছে জানা মাত্রই আইসি পিন্টু মুখার্জি এনডিআরএফ টিম কে দ্রুত ঘটনাস্থলে আসতে অনুরোধ করে থাকেন।পাশাপাশি অজয় নদের শেষ সীমানা অর্থাৎ কাটোয়ার ভাগীরথী নদের( গঙ্গা) কাছে সংশ্লিষ্ট কাটোয়া থানা কে অবগত করে দেন।ঘন্টা খানেকের মধ্যেই এনডিআরএফ টিম উদ্ধারকাজে নামলেও তারা ওই বালকের সন্ধান পাইনি।প্রায় ১৪ কিমি নদীপথে তল্লাশি চালায় তারা।ফের আজ অর্থাৎ রবিবার এনডিআরএফ তল্লাশি অভিযানে নামবে বলে জানা গেছে। অপরদিকে মঙ্গলকোট ব্লকের প্রায় জায়গায় অজয় নদের জল নামতে শুরু করেছে। তবে রাস্তা গুলি কাদায় পিচ্ছল হয়ে গেছে।বিভিন্ন মাঠের জমি গুলি ক্ষতিগ্রস্ত হয়েছে। কৃষি দপ্তরের আধিকারিকরা এই বন্যায় কতটা ক্ষতি হচ্ছে তার এক রিপোর্ট দেবেন বলে জানা গেছে।