Spread the love

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্ন মানের খাবার, দড়ি দিয়ে বাঁধা হল অঙ্গনওয়াড়ি কর্মীকে, বীরভূমে

সেখ রিয়াজুদ্দিন বীরভূম:- অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিম্ন মানের খাবার দেওয়ার অভিযোগ তুলে বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার ১০ নম্বর ওয়ার্ডের চমরুচকপাড়ার একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখান এলাকাবাসীরা।বিক্ষোভের জেরে এমনকি বেশকিছুক্ষণ অঙ্গনওয়াড়ি কর্মীকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়।স্থানীয়দের দাবি যে,এই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী হালিমা খাতুন ও সহায়িকা সাহিদুন বিবিকে অন্যত্র বদলি করতে হবে। অভিযোগ প্রায় চার-পাঁচ বছর ধরেই নিম্নমানের খাবার দেওয়া হচ্ছে এই কেন্দ্র থেকে।অভিভাবকদের বলা হচ্ছে বাচ্চাদের পড়াশোনা করার নাম নাই, শুধু খাবার খেতে আসছে। স্থানীয় বাসিন্দা রেনু বিবির দাবি, ঠিকমতো সবজি দেওয়া হয় না, এক কিলো আলুতে পাঁচ লিটার জল দিয়ে সেই খাবার পরিবেশন করা হচ্ছে বাচ্চাদের। অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মীদের এবিষয়ে বহুবার বলা স্বত্ত্বেও কোন পরিবর্তন হয়নি।সেই ভিত্তিতেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রে বিক্ষোভ দেখানো হয় আজ বুধবার। অন্যদিকে অঙ্গনওয়াড়ি কর্মী হালিমা খাতুনের পাল্টা অভিযোগ, তাঁকে হেনস্থা করা হয়। দড়ি দিয়ে বেঁধে রাখার পাশাপাশি তাঁকে ঝাঁটা নিয়ে মারতেও যাওয়া হয়। সরকারিভাবে যে খাবার বরাদ্দ আছে তিনি তাই দিচ্ছেন। ডিম সেদ্ধ ভাত তো থাকেই তার সঙ্গে একটি আলুর ঝোলও দেওয়া হয়। কিন্তু গ্রামের লোকরা চাইছেন আলু মুসুরির ঝোল, যা আমাদের বরাব্দ নেই। আমি সমস্ত ঘটনার কথা সিডিপিও স্যারকে জানিয়েছি । আমি তো কোনো দোষ করিনি তাও গ্রামবাসীরা যদি আমাকে বেঁধে রাখতে চাই রাখুক আমি আইনি পথে লড়বো। দুবরাজপুর ব্লকের সিডিপিও র সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে ও তিনি ফোন ধরেননি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *