Spread the love

TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বগটুই: বধ্যভূমিতে বছরপার’

কলকাতা, ১৯ মার্চ: বালি-পাথরের ট্রাক থেকে তোলার বখরা আর তা নিয়ে এলাকায় বাহুবলীদের দাপট। এক বছর আগে এরই জেরে জ্বলে উঠেছিল বগটুই। রাতারাতি শিরোনামে উঠে আসে বীরভূমের রামপুরহাটের অখ্যাত এই গ্রাম। ২০২২-এর ২১ মার্চ স্থানীয় বড়শাল গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান, তৃণমূল নেতা ভাদু শেখকে বোমা মেরে খুন এবং ঠিক তার পর ‘বদলার রোষে’ বগটুইয়ে ভাদু-বিরোধী বলে পরিচিত পরিবারগুলির একদল সদস্যকে জ্যান্ত পুড়িয়ে হত্যা করা হয়। গণহত্যার বছরপারের ঠিক আগে কেমন আছে বগটুই? গ্রামে রক্ত ঝরার সংস্কৃতিতে কি ছেদ পড়েছে? আতঙ্কের ওই আঁতুড়ঘর ঘুরে দেখল TV9 বাংলা। সিবিআই হেফাজতে বগটুই-কাণ্ডের মূল অভিযুক্ত লালন শেখের মৃত্যুর পর থেকে নতুন করে উত্তপ্ত হয় রামপুরহাট। আতসকাচের তলায় চলে আসে সিবিআই তদন্তও। বগটুই গিয়ে ক্ষতিপূরণ ও তদন্তের ঘোষণা করেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যো‌পাধ্যায়। পরে কলকাতা হাইকোর্টের নির্দেশ শুরু হয় সিবিআই তদন্ত। রাজ্যের পঞ্চায়েত নির্বাচনের আগে তাই রাজনীতির তাপ-উত্তাপ গ্রামের পথেঘাটে। কী বলছেন এখনও আতঙ্কে ভোগা গ্রামবাসীরা? তদন্তেরই বা কী হালহকিকত?
এ সব নিয়েই TV9 বাংলার নতুন নিউজ সিরিজ ‘বগটুই: বধ্যভূমিতে বছরপার’। ১৯ মার্চ, রবিরার। রাত ১০টা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *