মোল্লা জসিমউদ্দিন টিপু, বুধবার দুপুরে কলকাতার ব্যাংকশাল আদালতে আত্মসমর্পণ করতে এসে জামিন পেলেন প্রাক্তন পরিবহন মন্ত্রী মদন মিত্র।২০০৯ সালে নিউ মার্কেট থানা এলাকায় পুলিশ কে প্রকাশ্যে চড় মারার মামলায় অভিযুক্ত মদন মিত্র জামিন টি পেলেন। ব্যাংকশাল আদালতের সংশ্লিষ্ট এজলাসের বিচারক ৩০০ টাকার ব্যক্তিগত বন্ডে শর্ত সাপেক্ষে জামিন টি মঞ্জুর করেছেন।উল্লেখ্য, রাজ্য রাজনীতিতে বহুল আলোচিত রাজনৈতিক […]
120 12,89,834