কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গিয়ে নমিনেশন জমা দিলেন বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়:-
কাজল মিত্র,
সোমবার দিন কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে গিয়ে নমিনেশন জমা দিলেন বারাবনির বিজেপি প্রার্থী অরিজিৎ রায়।সকাল থেকে নুনি মোড়ের বিজেপি কার্যালয়ে কর্মী সমর্থকদের ভিড় দেখার মত ছিলো।কর্মীদের মধ্যে উচ্ছাস চোখে পড়ার মত।এদিন তিনি কর্মীদের সঙ্গে নিয়ে আসানসোল মহকুমা শাসক দপ্তরের নমিনেশন জমা দেন।
এদিন অরিজিৎ রায় বলেন যে হারে করোনা বৃদ্ধি হচ্ছে তারই কারণে কর্মীদের ভিড় করতে বা জমায়েত করতে বারণ করা হয়েছিলো কিন্তু কর্মীদের মধ্যে এত উচ্ছাস কি বারণ করা সত্বেও তারা আমার নমিনেশন এসেছে।এটা নিশ্চিত বারাবনির রায় মানুষ মনে মধ্যে স্থির করে ফেলেছে আগামী ২৬তারিখ ভোট আর ২রা মে নির্বাচনের রেজাল্ট বারাবনি বিধানসভার ইভিএম যখন খোলা হবে তখন বিজেপির ঝড় বুজতে পারবে বিরোধীরা।