শুভ ঘোষ,
৭ এপ্রিল ২০২১কোলকাতা সি.সি.আই লজেকস্টিক লেমিঠেড কর্ণধার রেখা শর্মা উদ্যোগে দক্ষিণ 24 পরগনা জেলার সুন্দরবনের মৌখালী গ্রামে আমতলী গ্রাম পঞ্চায়েতের অধীনে 200 জন গরীব অসহায় মানুষদের খাদ্য বস্তু সামগ্রী দান করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সি.সি .আই লজিস্টিক লিমিটেড চেয়ারপারসন শ্রীমতি রেখা শর্মা, সুন্দরবন আমতলী গ্রাম পঞ্চায়েত প্রধান রঞ্জন মন্ডল এবং সুন্দরবন ফরেস্ট অফিসার। ড্রিম ডান্স কনটেস্টের উদ্যোগে একটি নৃত্য প্রতিযোগিতা আয়োজন করা হয়, যে সকল প্রতিযোগী শিল্পী প্রথম , দ্বিতীয় এবং তৃতীয় হয়েছেন তাদেরকে সি.সি.আই লজিস্টিক লিমিটেড কর্ণধার পুরস্কৃত করেন অর্থ দিয়ে (১৫০০,১০০০,৫০১টাকা)। এলাকা বাসীদের উদ্দেশ্যে বলেন সেলাই এবং রান্নার কাজ শেখা তার জন্য তিনি একটি স্কুল গড়ে তোলার কর্মকাণ্ড তুলে ধরেন গ্রামবাসী উদ্দেশ্যে এতে গ্রামবাসীরা শুনে আপ্লুত হন।