জ্যোতিপ্রকাশ মুখার্জি,
৪৯ নং মণ্ডল সভাপতি সমীর দাস ও মণ্ডল সম্পাদক প্রসেনজিৎ লাহাকে সঙ্গে নিয়ে গত ৬ ই এপ্রিল পশ্চিম মঙ্গলকোটের চাণক অঞ্চলের বিভিন্ন গ্রাম কার্যত চষে ফেললেন মঙ্গলকোটের বিজেপি প্রার্থী রানাপ্রতাপ গোস্বামী। সাত সকালেই রামনগর গ্রাম থেকে তিনি প্রচার শুরু করেন। তারপর একের পর এক মল্লিকপুর, সরুলিয়া কলোনি, সারঙ্গপুর, উজিরপুর, জালপাড়া, বালিডাঙা, গণপুর, পালপাড়া, ইরসন্দা, সালন্দা প্রভৃতি গ্রামে তিনি মানুষের কাছে হাজির হন। বিভিন্ন গ্রামে বহু মানুষ প্রার্থীকে অভিবাদন জানান। কয়েক দিন আগেও যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ ছিল তৃণমূলের আত্মা আজ তারাও ধামসা-মাদল বাজিয়ে আদিবাসী নৃত্যের তালে প্রার্থীর সঙ্গে প্রচারে পা মেলায়। মণ্ডল সভাপতি ও সম্পাদক ছাড়াও অঞ্জন ঘোষ, বাণেশ্বর কবিরাজ, সুশান্ত দাসের মত পদাধিকারী ছাড়াও অগণিত কর্মী-সমর্থকের উপস্থিতি ছিল চোখের পড়ার মত।
জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী রানাপ্রতাপ বাবু বললেন – গত দশ বছর ধরে তৃণমূলী দুষ্কৃতিদের কাটমানি ও তোলাবাজীর সাক্ষী থেকেছে মঙ্গলকোটবাসী। তাই এদের হাত থেকে বাঁচতে এবং নরেন্দ্র মোদীর সোনার বাংলা গড়ার সংকল্প পূরণ করার লক্ষ্যে মঙ্গলকোটের মানুষ বিজেপিকে ভোট দেবে। আমরা সন্ত্রাস মুক্ত মঙ্গলকোট গড়ে তুলতে চাই।