কাজল মিত্র
:- রবিবার রানীগঞ্জের নিমচা ফাঁড়িতে অল ইন্ডিয়া আদিবাসী কো-অর্ডিনেশন কমিটির পক্ষ থেকে এক বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়। এদিন রানীগঞ্জের বেশ কয়েকটি আদিবাসী পাড়া এলাকার মানুষেরা এই বিক্ষোভে সামিল হয়ে ফাঁড়ির সামনে প্রতিবাদে সরব হয়। বিক্ষোভকারীদের দাবি আগামী 9 আগস্ট আদিবাসী সম্প্রদায়ভুক্ত মানুষজনের এক বিশেষ অনুষ্ঠান কর্মসূচি উদ্যোগ নেওয়া হয়েছে, সেই উদ্যোগকে সফল করার জন্য তারা শনিবার রাত্রে হাড়াভাঙ্গা অঞ্চলে এক বৈঠকে বসেন, সে সময়ই একদল দুষ্কৃতী তাদের ওই বৈঠকে অতর্কিতে হামলা চালায় ও তাদের মারধর করে বলে অভিযোগ। পাশাপাশি লাগোয়া এলাকার শ্মশান ঘাট সংলগ্ন অংশে বেশকিছু মাফিয়া জমি দখলের চেষ্টা চালায়। যার তারা সর্বদাই বিরোধ করে আসছে, সেই বিরোধিতার কারণেই এই ধরনের হামলা বলেই দাবি করে তারা। রবিবার সেই হামলাবাজ দুষ্কৃতীদের অবিলম্বে গ্রেফতার কোরে তাদের উপযুক্ত শাস্তির দাবি তুলে বিক্ষোভে সামিল হয় আদিবাসী সম্প্রদায় কয়েকশো মানুষজন। পরে এই বিক্ষোভ কর্মসূচি শেষে তারা থানা আধিকারিকের হাতে তাদের দাবি পত্র তুলে দেয়। এদিনের এই বিক্ষোভ কর্মসূচির মাঝে হাজির হন রানীগঞ্জ থানার আইসি সঞ্জয় চক্রবর্তী । তিনি এদিন বিক্ষোভকারীদের আশ্বস্ত করে অবিলম্বে দুষ্কৃতীদের উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহণ করবেন ও তাদের শ্মশান এলাকার সমস্যার সমাধান সহ তাদের অসুবিধা গুলি দূর করার জন্য উপযুক্ত ব্যবস্থা নেবেন, বলে আশ্বাস দিলে স্বাভাবিক হয় পরিস্থিতি।