সেখ সামসুদ্দিন
আজ মন্তেশ্বর বিধানসভা এলাকার মেমারি ২ ব্লকের অন্তর্গত বেনিগ্রামে ১০০ দিনের শ্রমিকদের ও গ্রামবাসীদের মাস্ক বিতরণ এবং গোটা গ্রাম স্যানিটাইজ করা হয়। উপস্থিত ছিলেন বিধায়ক সৈকত পাঁজা, বিজুর-২ গ্রাম পঞ্চায়েতের প্রধান বৃন্দাবন ঘোষ এবং অঞ্চল সভাপতি দীনবন্ধু ঘোষ সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ। বিধায়ক জানান গ্রামের মানুষকে সচেতন করতে করোনা ভীতি কাটাতে মাস্ক বিতরণ ও স্যানিটাইজেশন করা হয়। একই সঙ্গে বার্তা দেয়া হয় করোনা ভাইরাস ঘটিত মহামারী রোগ, নিজেরা একটু সতর্ক থাকলেই এই রোগ থেকে দূরে থাকা যায়। এরজন্য অযথা কারো সঙ্গে মেলামেশা, লোকের ভিড় এড়িয়ে চলায় ভাল, বাড়ি থেকে যতটা কম সম্ভব বের হওয়া, বের হলে মাস্ক, স্যানিটাইজার বা সাবানের ব্যবহার করতে হবে। এসব মানার পরেও সমস্যা হলে বিধায়ক সব সময়ের জন্য পাশে আছেন।