খায়রুল আনাম
বোলপুর পুরসভা এলাকার ভুবনডাঙায় নেশা সামগ্রী বিক্রি বেড়ে যাওয়ায়, তার প্রভাব পড়ছে সামাজিক জীবনে। এমন কী, মহিলারা পর্যন্ত মাদক দ্রব্য কিনে তা সেবন করায় বিভিন্ন পরিবারে অশান্তি বাড়ছে। স্থানীয় বাসিন্দা সাধন গঙ্গোপাধ্যায় এই মাদক বিক্রির প্রতিবাদ করায় কয়েকজন মাদক বিক্রেতা রাতের দিকে তার উপরে চড়াও হয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। আহত অবস্থায় তাকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এ বিষয়ে পুলিশে অভিযোগও জানানো হয়েছে।পুলিশ ঘটনার তদন্তে নেমেছে বলে জানা গেছে