সেখ সামসুদ্দিন
আজ ২০২০ সালের মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ হল। বাংলার গর্ব সঙ্গে মেমারির মুখ উজ্জ্বল করল মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দির শাখা ১ এর ছাত্র অরিত্র পাল। ৬৯৪ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে প্রথম স্থান অর্জন করল আর্মিতে কর্মরত বাবা গণেশ পাল ও প্রাথমিক স্কুলের শিক্ষিক চন্দনা পালের একমাত্র পুত্র অরিত্র পাল। ফল ঘোষণার সাথে সাথেই অরিত্রর বাড়িতে শুভেচ্ছা জানাতে আসেন পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী স্বপন দেবনাথ, মেমারির বিধায়ক নার্গিস বেগম, পুরপ্রশাসক স্বপন বিষয়ী, বিদায়ী ৪নং ওয়ার্ড কাউন্সিলার শ্যামল সরকার, জেলা পুলিশের পক্ষে মেমারি থানার ওসি সুদীপ্ত মুখার্জী সহ পুলিশ অফিসারবৃন্দ, জেলা সভাধিপতি শম্পা ধাড়া, সহ সভাধিপতি দেবু টুডু, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ নারায়ণ হাজরা, মহঃ ইসমাইল, মিঠু মাজি, গার্গী নাহা, মেমারি ১ ব্লক তৃণমূল কমিটির সভাপতি মধুসূদন ভট্টাচার্য, সমাজসেবী সংস্থার পক্ষে শৌভিক রায় ও শিল্পী নায়েক, মেমারি বিদ্যাসাগর স্মৃতি বিদ্যামন্দিরের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষকবৃন্দ, পরিচালন সভাপতি সিদ্ধার্থ চক্রবর্তী, এবিটিএ র পক্ষে অমিতাভ চৌধুরী, কৃষ্ণপদ বিশ্বাস, মানস চক্রবর্তী সহ শিক্ষকবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিবর্গ। অরিত্র ভবিষ্যতে রসায়ন বা গণিতে গবেষণা বা ডাক্তারী পড়ার পথে এগোতে পারে। এই ফলাফলের জন্য কৃতিত্ব দেয় মাকে পরে শিক্ষক শিক্ষিকাদের। মেমারি বিদ্যাসাগর শাখা ১ এই বিজ্ঞান বিভাগ নিয়ে পড়াশোনা করবে। কাবাডি খেলতে আঁকতে ভালবাসে। সিনেমা একদমই দেখে না বলেই পছন্দের নায়ক নায়িকা নেই। ক্রিকেট খেলা দেখা পছন্দ। আগামীতে পড়ুয়াদের ভাল করে মনোযোগ সহকারে পড়াশোনার পরামর্শ দেয়।
134 12,89,834