সুরজ প্রসাদ,
অস্ত্রসহ গ্রেপ্তার বিজেপি নেতা ডাবলু আনসারির ভাই বাবলু আনসারি। এর জেরে রাজনৈতিক মহলে ছড়িয়েছে চাঞ্চল্য। গত শুক্রবার রাতে একটি বন্দুক ও গুলি সহ বাবলু আনসারি কে গ্রেপ্তার করে গুসকরা থানার পুলিশ। তিন দিনের পুলিশ হেফাজত চেয়ে তাকে আদালতে তোলে পুলিশ। “খুনি,সন্ত্রাসীরা এখন বিজেপি তে।আসন্ন নির্বাচনে এদের ব্যবহার করে ক্ষমতায় আসার চিন্তা করছে বিজেপি” বলে দাবী তৃনমূল নেতৃত্বের। “অন্য দল থেকে বিজেপিতে যারাই যোগ দিচ্ছে তাদের মিথ্যা মামলায় ফাঁসাচ্ছে তৃনমূল কংগ্রেসের সরকার” বলে দাবী করেন জেলা বিজেপির সহসভাপতি এস.আর.ব্যানার্জি।