সুরজ প্রসাদ,
নির্বাচন কমিশন রাজ্যে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করেনি এখনো পর্যন্ত। তার আগেই কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছালো রাজ্যে। রাজ্যে আসা ১২কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে এক কোম্পানি নামে বর্ধমানে।শনিবার সকাল দশটা নাগাদ বর্ধমান স্টেশনে ৫ নম্বর প্লাটফর্মে ১কোম্পানি কেন্দ্রীয় বাহিনী নামে। পূর্ব বর্ধমান জেলা প্রশাসনের পক্ষ থেকে বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজে ক্যাম্পাসে থাকার ব্যবস্থা করা হয়েছে বলে জানাগেছে। প্রশাসন সূত্রে খবর, ভোটের আগে বিভিন্ন জায়গায় নিরাপত্তা সুনিশ্চিত আগামীকাল থেকেই শুরু হবে কেন্দ্রীয় বাহিনী টহলদারি। এই বাহিনী পুরো সাবডিভিশনে টহলদারির কাজ করবে। নির্বাচন ঘোষনা হলেই নিরাপত্তা দায়িত্ব চলে যাবে তাদের হাতে। তবে নির্বাচন ঘোষণার হওয়ার আগেই কেন্দ্রীয় বাহিনী আসা নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে। নজিরবিহীন নিরাপত্তার মধ্যে দিয়ে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন করতে চায় বলে নির্বাচন কমিশন সূত্রে খবর।