অভিযান চালিয়ে কয়লা ব্যবসায়ীদের বাড়িতে সিবিআই এর হানা
কাজল মিত্র
:- আসানসোল শুক্রবার সকাল থেকেই সিবিআই এর একটি দল অবৈধ কয়লা ব্যবসায়িদের বাড়ি এবং তাদের বিভিন্ন জায়গায় অভিযান শুরু করেছে। তারা আসানসোল ও রানীগঞ্জের অবৈধ কয়লা ব্যবসায়ী ও তাদের বিভিন্ন ঘাঁটিগুলির তল্লাশি চালিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ নথি উদ্ধার করা হয়েছে।কয়লা ব্যাবসায়ী জয়দেব মন্ডল এর বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়েছে।এর পর থেকে কয়লা ব্যবসায়ীদের মধ্যে আলোড়ন রয়েছে।এসময় সিবিআই এর হাতে আসানসোলের অনেক ভদ্রলোকের নামের তথ্য উঠে এসেছে।তবে এ ব্যাপারে জয়দেব মন্ডলের সাথে যোগাযোগ করা যায়নি। তার সহযোগীও পলাতক রয়েছে।
1,279 12,89,834