সুকান্ত ঘোষ,
বিজেপির অফিসে দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর কাছ থেকে গেরুয়া পতাকা ধরলেন বিগত বাম জমানার দক্ষিণবঙ্গের একদা হেভিওয়েট সিপিএম নেতা ডাবলু আনসারী। তবে গ্রামছাড়া ডাবলু আনসারী এখনই মঙ্গলকোটে ঢুকতে চাইছেন না।কেননা এখন মঙ্গলকোটে এলে পুলিশ আইনশৃঙ্খলার দোহাই দিয়ে তাঁকে ঢুকতে নাও দিতে পারে, আবার কোন পুলিশি মামলায় জড়িয়ে যেতে পারেন বলে আশংকা এই সিপিএম নেতার।তবে মার্চ মাসে তিনি তাঁর বিশস্ত অনুগামীদের ঢুকবেন বলে বিশেষ সুত্রে প্রকাশ।কেননা ওই সময় এই রাজ্যে কেন্দ্রীয় নির্বাচন কমিশন কর্তৃক নির্বাচনী বিধি বলবৎ হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে। গত ২০১০ সাল থেকে তিনি এলাকাছাড়া।একাধিক খুন সহ বিভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত তিনি।
2,296 12,89,834