নদী ও নারী,
জয়া গুহ (তিস্তা),
ব্রীজের নীচে ঘুমায় নদী
চিলের নীচে ঘুমায় নদী
কঠিন হাওয়ায় ঘুমায় নদী
নগ্ন জলের অবাধ নদী
এই সমস্ত কালো আকাশ
আকাশ ঘিরে মেঘ জমলো
সার্বজনীন উদাস আকাশ
আকাশ ঘিরে বৃষ্টি এলো
আকাশ-জলে মাতাল নদী
আকাশ জলে জুড়িয়ে নিচ্ছে
আকাশ জলে সমস্ত দিন,সমস্ত রাত
আছড়ানো সুখ! বুনো জলের শান্তি নামছে, শান্তি নামছে……
194 12,89,834